করোনার মোকাবিলায় ১৫ হাজার কোটির বরাদ্দ, ঘোষণা প্রধানমন্ত্রীর

মঙ্গলবার মধ্যরাত অর্থাত্ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

Updated By: Mar 25, 2020, 12:25 AM IST
করোনার মোকাবিলায় ১৫ হাজার কোটির বরাদ্দ, ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: করোনার মোকাবিলায় বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে মঙ্গলবার নমোর ঘোষণা, করোনা আক্রান্তদের চিকিত্সায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে।  শুরু হবে মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজ।

মঙ্গলবার মধ্যরাত অর্থাত্ রাত ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ২১ দিনের জন্য দেশ লকডাউন থাকবে বলে জানান তিনি।  তাঁর কথায়,''ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।

প্রধানমন্ত্রীর বার্তা, পরস্পরের সঙ্গে দূর রাখুন। নিজের ঘরে আটকে থাকাই করোনার থেকে বাঁচার একমাত্র বিকল্প। করোনার ছড়িয়ে পড়া রুখতে হবে। শৃঙ্খলকে ভাঙতে হবে। কিছু মানুষ ভ্রান্ত ধারণায় রয়েছে, যে তাঁদের কিছু হবে না। সামাজিক দূরত্ব শুধুমাত্র আক্রান্তের জন্যই। দায়িত্বজ্ঞানহীনতা ও ভ্রান্ত ধারণা আপনাকে ও আপনার সন্তান, পরিবার ও বন্ধুদের ক্ষতি করতে পারে।

আরও পড়ুন- ইতালি-আমেরিকার মতো দেশও করোনায় অসহায়, বাঁচার উপায় ঘরে থাকা: মোদী

.