PM Modi: 'মোদীর প্লেন উড়িয়ে দেব!' মুম্বই পুলিসের কাছে নাশকতার ভয়ংকর হুমকি...

Mumbai cops get terror threat: মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে। আজ বুধবার মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা।

Updated By: Feb 12, 2025, 01:49 PM IST
PM Modi: 'মোদীর প্লেন উড়িয়ে দেব!' মুম্বই পুলিসের কাছে নাশকতার ভয়ংকর হুমকি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মোদীর প্লেন উড়িয়ে দেব!'মার্কিন সফরের আগে মুম্বই পুলিসের কাছে নাশকতার ভয়ংকর হুমকি! ফোন কলে এই হুমকি দেওয়া হয় বলে সূত্রের খবর। 

জানা গিয়েছে, হুমকি দেওয়ার পিছনে অভিযুক্তকে আটক করা হয়েছে। সূত্রের খবর, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ৪ দিনের ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। ৪ দিনের সফরের প্রথম ধাপ শেষ করে আজ বুধবার মোদীর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা। তার আগেই প্রধানমন্ত্রী মোদীর প্লেন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ফোন আসে মুম্বই পুলিসের কাছে। 

বিদেশ সফরকালেই প্রধানমন্ত্রী মোদীর ফোনে হামলা চালানো হবে! উড়িয়ে দেওয়া হবে মোদীর বিমান! ফোনে এমনই হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিসের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে। অভিযুক্ত মোদীর বিমানে হামলা করা হবে বলে হুমকি দেয়। হুমকি ফোন পেতেই তৎপর হয় মুম্বই পুলিস। তদন্তে নেমে হুমকি ফোনকাণ্ডে একজনকে গ্রেফতার করে মুম্বই পুলিস। জানা গিয়েছে, সে মানসিকভাবে অসুস্থ।

আরও পড়ুন, Indian Origin Mother | Supermom Racheal Kaur: সন্তানদের সময় দিতে সপ্তাহে ৫ দিন ফ্লাইটেই অফিস-বাড়ি ডেইলি প্যাসেঞ্জারি 'ভারতীয়' সুপারমমের!

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.