হাসাপাতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আর রেয়াদ নয়! সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক
হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগীর মৃত্যু বিষয়টি যাতে আর না ঘটে সেদিকে নজর দিতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটনা আর রেয়াদ করা যাবে না। আজ স্বাস্থ্যমন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কে হাসপাতালে বৈদ্যুতিক পরিকাঠামো ও অগ্নিনির্বাপক বিষয়টি নিয়ে সতর্ক করেছে। হাসপাতালে অগ্নিকাণ্ড ও রোগীর মৃত্যু বিষয়টি যাতে আর না ঘটে সেদিকে নজর দিতে বলা হয়েছে।
প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখান থেকে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ হয়, তাদেরকে বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে কোভিড রোগীর সংখ্যা বেশি সেই সমস্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহে কোনরকম সমস্যা না হয় সেদিকে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে কেন্দ্র। সময়মত পর্যবেক্ষণ করতে হবে। বিদ্যুৎবাহিত তারে কোনও সমস্যা নেই সেইদিকটাও নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ড হওয়ার ঘটনা সামনে এসেছে। বহু রোগীর আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, হাসপাতালে প্রচুর চাপ পড়ে যাচ্ছে। পাশাপাশি গরম পড়ার কারণে আগুন ধরে যাচ্ছে।