মর্মান্তিক! স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগ, 'গণপিটুনিতে' মৃত এক ব্যক্তি
গোটা ঘটনাকে ঘিরে ভোটের আগে উত্তপ্ত পাঞ্জাবের রাজনীতি
নিজস্ব প্রতিবেদন: পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরকে (Golden Temple) অপবিত্র করার অভিযোগ। গণপিটুনিতে এক ব্যক্তিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পাঞ্জাব। ঘটনার নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং ছেনি (Punjab Chief Minister Charanjit Singh Channi)।
জানা গিয়েছে, শনিবার সন্ধের প্রার্থনা চলাকালীন হঠাৎই রেলিং টপকে স্বর্ণমন্দিরের (Golden Temple) সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন ওই ব্যক্তি। সেখানে গুরুগ্রন্থ সাহেবের সামনে রাখা তলোয়ার তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন সাধারণ মানুষ। ওই ব্যক্তিকে টেনে হিঁচড়ে শিখদের পবিত্র ওই মন্দিরের বাইরে বের করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারতে থাকেন। অমৃতসরের ডিসিপি পরমিন্দর সিং ভান্ডাল জানান, সেই গণপিটুনিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার নিন্দা করেছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (SGPC) সদস্য ভাই গুরপ্রীত সিং রান্ধাওয়া। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
CM @CharanjitChanni strongly condemned the most unfortunate and heinous act to attempt sacrilege of Sri Guru Granth Sahib in the sanctum sanctorum of Sri Harimandir Sahib during the path of Sri Rehras Sahib.
(1/3)
— CMO Punjab (@CMOPb) December 18, 2021
The heinous attempt to commit sacrilege at Sachkhand Sri Harmandar Sahib, is deeply shocking & exceedingly painful! The crime is too reprehensible for words & it has caused 'deep anguish and outrage in minds of Sikh masses all over the world': Party patron S. Parkash Singh Badal pic.twitter.com/HUpiqXAC8e
— Shiromani Akali Dal (@Akali_Dal_) December 18, 2021
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বিজেপি নেতা মঞ্জিন্দর সিং সিরসা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।
আরও পড়ুন: Srinagar-এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিকেশ সন্ত্রাসবাদী
আরও পড়ুন: Delhi Court Blast: দিল্লির রোহিনী আদালত চত্বরে বিস্ফোরণের পেছনে DRDO-র বিজ্ঞানী