ক্ষমতায় ফিরছে এনডিএ, ইঙ্গিত মিলতেই লাফিয়ে বাড়ল সেনসেক্স

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বাজার খুলতেই সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৬৭২.২৫ পয়েন্টে

Updated By: May 29, 2019, 01:11 PM IST
ক্ষমতায় ফিরছে এনডিএ, ইঙ্গিত মিলতেই লাফিয়ে বাড়ল সেনসেক্স

নিজস্ব প্রতিবেদন: প্রায় সবকটি বুথফেরত সমীক্ষাতেই এনডিএর ফের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। তারই প্রভাব পড়ল শোয়ার বাজারেও।

আরও পড়ুন-সবকটা বুথফেরত সমীক্ষা ভুল হতে পারে না, সাফ কথা ওমর আবদুল্লার

সোমবার বাজার খুলতেই সেনসেক্স লাফিয়ে বাড়ল ৯৫০ পয়েন্ট। বিএসই সেনসেক্স ৯৬২.১২ পয়েন্ট বেড়ে হল ৩৮,৮৯২.৮৯। এনএসই নিফটি ২৮৬.৯৫ পয়েন্ট বেড়ে হল ১১,৬৯৪.১০। ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, অটো উত্পাদন ক্ষেত্রে বাজার তেজী হল অনেকটাই।

আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা, কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ  

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বাজার খুলতেই সেনসেক্স গিয়ে দাঁড়ায় ৬৭২.২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি গিয়ে দাঁড়ায় ২০৩.০৫ পয়েন্টে। বেড়ে যায় ইন্ডিয়াবুলস, লার্সেন অ্যান্ড টুব্রো, এসবিআই, আইসিআইসিআই, মারুতি সুজুকির শেয়ারের দাম।

.