শেষমেশ ফিফটি-ফিফটি! ফাইনালে সমান আসনে লড়াই নীতীশ-অমিতদের
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ৩১ আসন পেয়েছিল এনডিএ। এবার তা আর হারাতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ লোকসভা নির্বাচনের জন্য বিহারে আসনরফা করে ফেলল এনডিএ। উপেন্দ্র কুশওয়াহা এনডিএ ছাড়ার পর এবার অনেকটাই সাবধানী বিজেপি। রবিবার আসন ভাগাভাগির কথা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন অমিত শাহ।
আরও পড়ুন-মুড়াকাটার জঙ্গলে ফের উদ্ধার 'মাওবাদী' পোস্টার
বিহারের ৪০ আসন ভাগাভাগি করতে গিয়ে রামবিলাস পাশোয়ানের লোক জনশক্তি পার্টিকে দেওয়া হয়েছে ৬টি আসন। তবে সূত্রের খবর উত্তরপ্রদেশ কিংবা ঝাড়খণ্ডে একটি করে আসনে দেওয়া হতে পারে এলজেপিকে। পাশাপাশি রাজ্যসভাতেও একটি আসন দেওয়া হতে পারে রামবিলাসকে।
BJP President Amit Shah: BJP will fight at 17 seats, Janata Dal (United) at 17 and Lok Janshakti Party at 6 seats in Bihar in upcoming 2019 Lok Sabha elections pic.twitter.com/58hBFvCABr
— ANI (@ANI) December 23, 2018
আগামী লোকসভা নির্বাচনে বিহারে ১৭টি আসনে লড়াই করবে বিজেপি। পাশাপাশি ১৭ আসনে লড়বে জনতা দল ইউনাইটেড। এর আগেও একবার এনিয়ে সমঝোতার চেষ্টা হয়েছিল। সেবার কথা উঠেছিল ২১টি আসনে দেওয়া হবে জেডিইউকে। সেখানে থেকে সে এলজিপিকে কয়েকটি আসন দেবে। এবার সেই দরকষাকষিতে গেল না গেরুয়া শিবির।
শুক্রবার আসন সমঝোতা নিয়ে অরুণ জেটলির সঙ্গে কথা বলেন রামবিলাস পাশোয়ান ও তাঁর ছেলে চিরাগ পাশোয়ান। বিজেপির সঙ্গে দলের সংঘাতের কথা বেশ কিছুদিন ধরে ফলাও করে বলে আসছিলেন চিরাগ পাশোয়ান। এবার সেই রাস্তা বন্ধ করল বিজেপি।
আরও পড়ুন-গোষ্ঠীসংঘর্ষের জেরে মালদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ৩১ আসন পেয়েছিল এনডিএ। এবার তা আর হারাতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে এলজিপিকে বাগে আনতে বৃহস্পতিবার ঘণ্টাখানেক রামবিলাস পাশোয়ান ও চিরাগ পাশোয়ানের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তারপরেই এই আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করা হল।