জোর ধাক্কা বিরোধীদের, ভিভিপ্যাট নয়, প্রথমে গণনা হবে EVM, জানিয়ে দিল কমিশন

বিরোধীদের দাবি খারজি করে দিল নির্বাচন কমিশন। গণনা হবে পুরনো নিয়মেই। কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। অর্থাত্ প্রথমেই ভিভিপ্যাট গণনার বিরোধীরা যে দাবি তুলেছিলেন, তাতে আমল দিল না কমিশন। প্রথমে ব্যালট, তার পর ইভিএম শেষে ভিভিপ্যাট গণনা হবে বলে জানানো হয়েছে।

Last Updated: Wednesday, May 22, 2019 - 15:37
ফাইল চিত্র

বিরোধীদের দাবি খারজি করে দিল নির্বাচন কমিশন। গণনা হবে পুরনো নিয়মেই। কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। অর্থাত্ প্রথমেই ভিভিপ্যাট গণনার বিরোধীরা যে দাবি তুলেছিলেন, তাতে আমল দিল না কমিশন। প্রথমে ব্যালট, তার পর ইভিএম শেষে ভিভিপ্যাট গণনা হবে বলে জানানো হয়েছে।

22 May 2019, 14:30 PM

22 May 2019, 14:30 PM

22 May 2019, 14:30 PM

২৮ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে, জানিয়ে দিল শীর্ষ আদালত

22 May 2019, 14:15 PM

বিরোধীদের দাবি মানলে ২ দিন লাগবে ফল বেরতে, বলছেন বিশেষজ্ঞরা

 

** প্রত্যেক বিধানসভায় পাঁচটি ভিভিপ্যাট খতিয়ে দেখতে দু়’ঘণ্টার বেশি সময় লাগার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টেও কমিশন স্বীকার করে ভিভিপ্যাট গণনা সময়সাপেক্ষ। সে ক্ষেত্রে বিরোধীদের দাবি অনুযায়ী, শুরুতেই ভিভিপ্যাট গণনা হলে দুপুর গড়াতে পারে এভিএম গণনা শুরু করতে।