8 February 2025, 13:45 PM
New Delhi election result LIVE: জিতলেন অতিশী মারলেনা। হেরে গেলেন সৌরভ ভরদ্বাজ। হেরে গেলেন সত্যেন্দ্র জৈন।
8 February 2025, 13:30 PM
New Delhi election result LIVE: নিউ দিল্লি আসনে হারলেন অরবিন্দ কেজরিওয়াল। ৪০০০ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রবেশ ভার্মার কাছে নিউ দিল্লি আসনে হারলেন কেজরিওয়াল। ওদিকে জংপুরায় পরাজিত মণীশ সিসোদিয়া।
8 February 2025, 12:15 PM
New Delhi election result LIVE: অরবিন্দ কেজিওয়াল পিছিয়ে ৪৩০ ভোটে। তাঁকে পেছনে ফেলেছেন প্রবেশ সাহিব সিং। অনেক পেছনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত। বিজেপি এগিয়ে ৪৭ আসনে। আপ এগিয়ে ২৩ আসনে।
8 February 2025, 11:45 AM
New Delhi election result LIVE: দিল্লিতে পালাবদলের ইঙ্গিত। বিজেপি সূত্রের খবর, আজ সন্ধ্যা ৭ টায় বিজেপির দিল্লি অফিসে যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যেই দিল্লির বিজেপি অফিসে বিজয়োৎসব শুরু হয়ে গিয়েছে। দিল্লির সদর দফতরের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপি সমর্থকরা। ঢাক-ঢোলের তালে নাচছেন বিজেপি সমর্থকরা। উড়ছে দলীয় পতাকা।বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মের কাটআউট হাতে ধরা। একে অপরকে মাখিয়ে দিচ্ছে গেরুয়া রঙের আবির।
8 February 2025, 11:30 AM
New Delhi election result LIVE: নির্বাচন কমিশনের ট্রেন্ড আসা শুরু হতেই অবশ্য ব্যবধান কমাচ্ছে AAP। ৭০টি আসনের মধ্যে, ১৮টি আসনে এখন ভোটের ব্যবধান ২০০০-এর কম। বিজেপি এগিয়ে ৪০টি আসনে এবং আপ ৩০টিতে এগিয়ে।
8 February 2025, 11:15 AM
New Delhi election result LIVE: রাজধানীর কুর্সি দখলের লড়াইয়ে দক্ষিণ দিল্লিতে AAP বিরাট পরাজয়ের মুখে। দিল্লি নির্বাচনের প্রাথমিক গণনার ট্রেন্ডে বিজেপি যখন AAP-এর থেকে এগিয়ে, তখন দক্ষিণ দিল্লিতে এক চমকপ্রদ ছবি ফুটে উঠছে। দক্ষিণ দিল্লির ১৫টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, বিজেপি ১১টিতে এবং AAP চারটিতে এগিয়ে। এই ১৫টি আসনের মধ্যে দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১০টি বিধানসভা কেন্দ্র। আর রয়েছে নতুন দিল্লি, গ্রেটার কৈলাস, মালব্য নগর, আরকে পুরম এবং কস্তুরবা নগর আসনটি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে, আপ এই ১৫টি আসনের মধ্যে ১৪টি আসনেই জিতেছিল।
8 February 2025, 10:30 AM
New Delhi election result LIVE: সমস্ত প্রাথমিক ট্রেন্ড প্রকাশিত। ট্রেন্ড বলছে, ২৭ বছর পর দিল্লিতে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। ৪২ আসনে এগিয়ে বিজেপি। ২৮টি আসনে আপ।
8 February 2025, 10:30 AM
New Delhi election result LIVE: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। কালকাজি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রমেশ বিধুরী বলেন, ''...কেজরিওয়াল দুবার জিতেছেন কারণ তিনি বিনামূল্যে উপহার বিতরণ করেছিলেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১০ বছরে তাঁর সত্যি প্রকাশ পেয়ে গেছে। কালকাজির মানুষ যদি উন্নয়ন চান, তাহলে তারা আতিশীকে বিদায় জানাবেন। এই লিড কালকাজির মানুষের আশীর্বাদ। কেজরিওয়াল গত ১০ বছরে দিল্লিতে কোনও কাজ করেননি। আমি বিশ্বাস করি আপদ বিদেয় হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে... আমরা এখানে জনসাধারণের সেবা করতে এসেছি, মুখ্যমন্ত্রীর মতো কোনও পদের জন্য নয়।"
#WATCH | BJP leads in early official trends, party candidate from Kalkaji assembly constituency, Ramesh Bidhuri says, ''...Kejriwal won twice because he distributed freebies and made false promises. But in the last 10 years, he was exposed. If the people of Kalkaji want… pic.twitter.com/loeEUmK6Q4
— ANI (@ANI) February 8, 2025
8 February 2025, 10:30 AM
New Delhi election result LIVE: প্রাথমিক ট্রেন্ডে ৫০ -এ পৌঁছল বিজেপি। বিজেপি বর্তমানে ৫০টি আসনে এগিয়ে। আপ মাত্র ১৯টি আসনে এগিয়ে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেছেন, যে প্রবণতা উঠে আসছে, ফলাফল-ও একই হবে। ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার দিল্লিতে সরকার গঠন করবে। আম আদমি পার্টির জন্য 'একটি অসন্তুষ্ট বিড়াল খালি স্তম্ভ আঁচড়ায়'- এই কথাটি-ই প্রযোজ্য।
8 February 2025, 10:00 AM
New Delhi election result LIVE: 'এগজিট পোল ভুল প্রমাণিত হবে,' দাবি AAP নেতা সৌরভ ভরদ্বাজের। যদিও কেজরিওয়াল সহ আপের অনেক বড় নাম পিছিয়ে রয়েছে প্রাথমিক ট্রেন্ডে, এগিয়ে বিজেপি।
8 February 2025, 09:30 AM
Delhi Election Results 2025: নয়াদিল্লি আসন থেকে এগিয়ে বিজেপির প্রার্থী পরবেশ ভর্মা। এই আসনে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত।
8 February 2025, 09:30 AM
Delhi Election Results 2025: কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ওই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির রমেশ বিধুরী এবং কংগ্রেসের অলকা লম্বা। প্রাথমিক প্রবণতায় অনেক এগিয়ে রমেশ।
8 February 2025, 09:00 AM
Delhi Election Results 2025: দিল্লি বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনও দলকে ছুঁতে হবে ৩৬ আসনের ম্যাজিক ফিগার। এখনও চলছে পোস্টাল ব্যালটের গণনা। এখনও পর্যন্ত যা তথ্য সামনে এসেছে, তাতে বিজেপি ২৫টি আসনে এগিয়ে, আপ ২০টি আসনে এগিয়ে। কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে।
8 February 2025, 09:00 AM
Delhi Election Results 2025: গণনার শুরুতে জোর টক্কর, ৫টি আসনে এগিয়ে বিজেপি, ১টি করে আসনে এগিয়ে আপ ও কংগ্রেস। নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জঙ্গপুরা কেন্দ্রে পিছিয়ে মণীশ সিসৌদিয়া, কালকাজি কেন্দ্রে পিছিয়ে অতিশী।
8 February 2025, 09:00 AM
Delhi Election Results 2025: নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা ভোটে আবার ৭০ আসনেই প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, 'স্থানীয় দল'কেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।