গণপিটুনি ঘটনায় দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড! আইন আনতে পারে যোগী সরকার

সম্প্রতি একাধিক গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে উত্তর প্রদেশ। এর মধ্যে গোরক্ষকের তাণ্ডবেই মৃত্যু হয়েছে কয়েকজনের

Updated By: Jul 12, 2019, 07:07 PM IST
গণপিটুনি ঘটনায় দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড! আইন আনতে পারে যোগী সরকার
প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: গণপিটুনি রুখতে নয়া আইন আনতে পারে যোগী সরকার। সে রাজ্যের আইন কমিশন  বুধবার ১২৮ পাতার একটি খসড়া জমা করেছে সরকারের কাছে। দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ডে নিদান দেওয়া হয়েছে ওই খসড়ায়।

সম্প্রতি একাধিক গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে উত্তর প্রদেশ। এর মধ্যে গোরক্ষকের তাণ্ডবেই মৃত্যু হয়েছে কয়েকজনের। রিপোর্ট বলছে, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫০টির মতো গণপিটুনির ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। মৃত্যু হয়েছে ১১ জনের। হামলায় ২৫ জন গুরুতর আহত হন। ২০১৫ সালে গোমাংস রাখার সন্দেহে দাদরির মহম্মদ আখলাককে হত্যা করা হয়। গত বছর ডিসেম্বরে গোরক্ষকের তাণ্ডবে মৃত্যু হয়েছিল পুলিস ইনস্পেক্টর সুবোধ সিংয়ের।

আরও পড়ুন- আনসারি হত্যাকাণ্ডে গাফিলতি রয়েছে পুলিস ও চিকিত্সকদের, জানাল সরকারি রিপোর্ট

আইন কমিশনের তরফে জানানো হয়েছে ওই খসড়া বানানোর সময় ২০১৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পাশাপশি বিভিন্ন রাজ্য ও কয়েকটি দেশের আইন পর্যালোচনা করা হয়। ওই খসড়া গণপিটুনিতে দোষী সাব্যস্তদের ৭ বছরের জেলের মেয়াদ বাড়িয়ে যাবজ্জীবন করা হয়েছে। এমনকি এই ঘটনায় পুলিস এবং জেলা শাসকের গাফলতি ধরা পড়লে, তাদেরও শাস্তি দেওয়া হবে। পাশাপাশি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, নিরাপত্তা দেওয়া কথা বলা হয়েছে। আতঙ্কে ডুবে থাকা পরিবারের সদস্যদের পুর্নবাসনের ব্যবস্থা করা হবে। গণপিটুনি রুখতে বিশেষ আইন রয়েছে মণিপুরে। জানা যাচ্ছে মধ্য প্রদেশে কমল নাথের সরকারও আইন আনার পরিকল্পনা করছে।

.