জ্যোতির্ময় দে হত্যা মামলায় চার্জশিট পেশ

সাংবাদিক জ্যোতির্ময় দের হত্যার ছ`মাসের মাথায় মুম্বইয়ের আদালতে তিন হাজার পঞ্চান্ন পাতার চার্জশিট পেশ করল পুলিস। মামলায় সাক্ষীর সংখ্যা একশো ছিয়াত্তর। অভিযোগ আনা হয়েছে তেরো জনের বিরুদ্ধে, যাদের মধ্যে ছোটা রাজন-সহ দু`জন পলাতক।

Updated By: Dec 3, 2011, 11:06 PM IST

সাংবাদিক জ্যোতির্ময় দের হত্যার ছ`মাসের মাথায় মুম্বইয়ের আদালতে তিন হাজার পঞ্চান্ন পাতার চার্জশিট পেশ করল পুলিস। মামলায় সাক্ষীর সংখ্যা একশো ছিয়াত্তর। অভিযোগ আনা হয়েছে তেরো জনের বিরুদ্ধে, যাদের মধ্যে ছোটা রাজন-সহ দু`জন পলাতক। পুলিস জানিয়েছে, চার্জশিটের তিন হাজার পঞ্চান্ন পাতার মধ্যে দু`হাজার পাতা জুড়েই রয়েছে মোবাইল ফোনের কললিস্ট। সেই তালিকা এবং ডেটাবেসে মজুত ছোটা রাজনের ফোন কলের সঙ্গে তার কণ্ঠস্বর মিলিয়ে পুলিসের স্পষ্ট ধারণা, ওই আন্ডারওয়র্ল্ড মাফিয়াইজ্যোতির্ময় দের হত্যায় জড়িত। গত মে-জুন নাগাদ তার কীর্তিকলাপ নিয়ে জ্যোতির্ময় বাবু কিছু তথ্য পেয়েছিলেন এবং খবারখবরও করেছিলেন। বিপদ আঁচ করে খুনের হুমকি আসে ছোটা রাজনের পক্ষ থেকে। পুলিসসূত্রে খবর, সম্ভবত ওই ঘটনার জেরেই খুন হতে হয়েছে জ্যোতির্ময়বাবুকে। ফোন কললিস্ট থেকে পুলিস মুম্বইয়ের একটি প্রথম সারির ইংরেজি দৈনিকের ডেপুটি ব্যুরো চিফ জিগনা ভোরার নামও জানতে পারে। তাঁকে সপ্তাহখানেক আগে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। শনিবার আদালতে জমা দেওয়া চার্জশিটে জিগনা ভোরার নাম থাকলেও পুলিস জানিয়েছে, যেহেতু তাঁর জেরা এখনো চলছে তাই দিন পনেরোর মধ্যে তাঁর বিরুদ্ধে আরো একটি চার্জশিট দেওয়া হবে।                            
                             
              
                               
             

.