Bharat Gaurav Tourist Trains: শান্তিতে ঘুরে বেড়াবেন দেবভূমি উত্তরাখণ্ড? জানুন 'ভারত গৌরবে'র ভ্রমণপ্যাকেজ...
Bharat Gaurav Tourist Trains: আইআরসিটিসি কলকাতা পূর্বাঞ্চল শাখার পক্ষ থেকে একটি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের শুভ সূচনার কথা ঘোষণা করা হয়েছে। আইআরসিটিসি এবং উত্তরাখন্ড ট্যুরিজম সম্মিলিত ভাবে এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটির পরিচালনা করবে।
সন্দীপ প্রামাণিক: আই.আর.সি.টি.সি কলকাতা পূর্বাঞ্চল শাখার পক্ষ থেকে একটি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনের শুভ সূচনার কথা ঘোষণা করা হয়েছে কলকাতা স্টেশন থেকে। আই.আর.সি.টি.সি. এবং উত্তরাখন্ড ট্যুরিজম সম্মিলিত ভাবে এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটিকে পরিচালনা করবে।
আরও পড়ুন: Jagaddhatri Puja 2024: বাঁকুড়া থেকে পুজো চলে এল বর্ধমানে! ২৫০ বছরের ঐতিহ্যের ইতিহাস...
এই ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি উত্তরাখন্ডের বিভিন্ন পর্যটন স্থান যেমন আলমোড়া, ভীমতাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল এবং টনকপুর ভ্রমণ করাবে। পর্যটকদের সুবিধার জন্যে ট্রেনটি কলকাতা স্টেশন বর্ধমান, আসানসোল, ঝাঁঝা, হাজিপুর, লখনউ ইত্য়াদি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। যেখান থেকে ট্যুরিস্টরা উঠতে পারবেন।
১০ রাত্রি-১১ দিনের এই প্যাকেজ। থ্রিএসি ক্লাসে যাত্রা। রাত্রিযাপনের জন্য স্ট্যান্ডার্ড/ হোমস্টেতে থাকার ব্যবস্থা, সঙ্গে নিরামিষ খাবারের ব্যবস্থা। নন-এসি ক্লাসেও দর্শনীয় স্থানের ভ্রমণ, ব্যক্তিপ্রতি ভ্রমণবিমা, লোকাল ট্যুর ম্যানেজারের খরচ এবং সমস্ত রকমের কর অন্তর্ভুক্ত থাকবে। উত্তরাখন্ডের বিভিন্ন পর্যটনস্থান যেমন পূর্ণগিরি, শারদা ঘাট, মায়াবতী আশ্রম, পাতাল ভুবনেশ্বর, নন্দা দেবী, নয়নাদেবী এই প্যাকেজে অন্তর্ভুক্ত। এই সমস্ত পরিষেবার জন্য জনপ্রতি পড়বে ৩০,৯২৫ টাকা (স্ট্যান্ডার্ড ক্লাস) এবং জনপ্রতি পড়বে ৩৮,৫৩৫ টাকা (ডিলাক্স ক্লাস)।
বিশদ বিবরণের জন্যে আই.আর.সি.টি.সি হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বার-- 8595904074/75
এছাড়া অনলাইনে www.irctetourism.com ওয়েবসাইট থেকেও বুকিং করা যাবে।
অফলাইন বুকিং করতে হলে এখানকার পূর্বাঞ্চল বিভাগের অফিসে আসতে হবে। ঠিকানা হল-- ডাকব্যাক হাউস, ৪১ শেক্সপিয়ার সরণি।
(২৪০৭) হেল্পলাইন নাম্বারগুলিতেও যোগাযোগ করা যাবে
আইআরসিটিসি-র পূর্বাঞ্চল শাখা জিজিএম মনোজ কুমার সিং জানান, 'দেবভূমি উত্তরাখণ্ড দর্শনে এবার আইআরসিটিসি। পাইলট প্রজেক্ট হিসেবে আগামী ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে ছাড়বে বিশেষ ট্রেন। নৈনিতাল আলমোড়া ভীমতালের মতো একাধিক জনপ্রিয় পর্যটনক্ষেত্র দর্শন করাবে আইআরসিটিসি-র পূর্বাঞ্চল শাখা। আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড ট্যুরিজম যৌথ ভাবে এই ট্যুর করাবে পর্যটকদের। ৩-১৩ তারিখ পর্যন্ত চলবে এই যাত্রা। জনপ্রতি ৩০ হাজার ৯২৫ টাকা (স্ট্যান্ডার্ড) ও ৩৮ হাজার ৫৩৫ টাকায় (ডিলাক্স) ক্লাস, ২ ভাগে থাকছে প্যাকেজ।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)