Manipur Violence: রাস্তায় হাঁটছে দুই নগ্ন নারী! 'ভারত আর চুপ থাকবে না...', মণিপুরের নৃশংসতায় হুঙ্কার রাহুলের
মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ। রক্ত জমে যাওয়ার মত দৃশ্য। ভারত আর চুপ করে থাকবে না, মোদীকে তোপ রাহুলের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা। টুইটে দাবি মণিপুর পুলিসের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মণিপুরে দুই মহিলাকে নৃশংস অত্যাচারের অভিযোগ। নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর অভিযোগ। দুই মহিলাকেও যৌন হেনস্থা করার অভিযোগ। এমনকি অভিযোগের তির এক বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে। নগ্ন করে হাঁটানোর দৃশ্য ভিডিয়োবন্দি করা হয়। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড়। নিন্দনীয় ঘটনায় প্রধামন্ত্রীকে নিশানা করে এবার সরব হলে রাহুল গান্ধী।
এদিন ট্যুইট করে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রীর নীরবতা ও নিস্ক্রিয়তা মণিপুরকে নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। মণিপুরে ভারতের আদর্শকে আক্রমণের এই ঘৃণ্য ছবি দেখে INDIA চুপ করে থাকবে না। মণিপুরের জনগণের পাশে রয়েছি। এখন শান্তি রক্ষাই একমাত্র পথ।' অন্যদিকে, মণিপুর নিয়ে আলোচনার দাবি সংসদে। লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের। মুলতুবি প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। মণিপুর নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব RJD সাংসদেরও।
PM’s silence and inaction has led Manipur into anarchy.
INDIA will not stay silent while the idea of India is being attacked in Manipur.
We stand with the people of Manipur. Peace is the only way forward.
— Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2023
'রক্ত জমে যাওয়ার মত দৃশ্য', মনিপুরের হিংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসও। অনুসন্ধানকারী টিম পাঠাতে কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? ট্যুইটে প্রশ্ন তুল বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বিজেপির নারীশক্তির আওয়াজ ফাঁকা বুলি হয়ে দাঁড়াবে। যদি না মণিপুরের মহিলাদের ন্যায় দেওয়া যায়। প্রধানমন্ত্রীর ৭৮ দিনের নীরবতা ছেড়ে এবার বলুন। ট্যুইটে মোদীকে বিঁধে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
তবে মণিপুরের প্রশ্নে এবার সংসদেও এককাট্টা বিরোধীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরোধী দলের বৈঠক। সংসদে কৌশল নির্ধারণের জন্য বৈঠকে বিরোধীরা। মণিপুর নিয়ে আলোচনার দাবিতে একজোট বিরোধীরা। মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবিতে সুর চড়াবে বিরোধীরা। বাদল অধিবেশনে একত্রিশটি বিল আনতে চায় মোদী সরকার। বিরোধীদের এই বৈঠকে যোগ দেবেন ডেরেক ওব্রায়েন।
প্রসঙ্গত, এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে পুলিসের তরফ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। ইতমধ্যেই সেই ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে মণিপুর পুলিসের সুপার কে. মেগাচন্দ্র সিংয়ের তৈরি করা একটি বিশেষ দল। তবে তাই বলে ক্ষোভ কিন্তু এতটুকু কমছে না।
আরও পড়ুন, Anupama Anjali: বাবা IPS, রোজ ২০ মিনিট হেঁটেই IAS হয়ে গেল মেয়ে! সাফল্যের সহজ টিপস