রক্তে ভেজা পেশোয়ার, লড়াইয়ের শপথ দিল্লির
পাকিস্তানের পাশে থাকার অঙ্গিকার করল ভারত। মঙ্গলবার পেশোয়ারের স্কুলে নক্কারজনক নাশকতায় ১৩২টি শৈশব রক্তে রাঙা হয়েছে। এই ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেহাদের শপথ ভারতের। বুধবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ গ্রহণ করে গোটা সংসদ।
![রক্তে ভেজা পেশোয়ার, লড়াইয়ের শপথ দিল্লির রক্তে ভেজা পেশোয়ার, লড়াইয়ের শপথ দিল্লির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/17/32568-prathana.jpg)
নয়াদিল্লি: পাকিস্তানের পাশে থাকার অঙ্গিকার করল ভারত। মঙ্গলবার পেশোয়ারের স্কুলে নক্কারজনক নাশকতায় ১৩২টি শৈশব রক্তে রাঙা হয়েছে। এই ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেহাদের শপথ ভারতের। বুধবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ গ্রহণ করে গোটা সংসদ।
সিডনি ও পাকিস্থানের জঙ্গিহানার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ""পরপর দুটি সন্ত্রাসবাদী হামলা আমাদের একজোট হতে বলছে।'' একজোট হয়েই সন্ত্রাসবাদের মোকাবিলা সম্ভব বলে মনে করেন সুষমা।
পাকিস্তানের এই কঠিন সময়ে ভারত ইসলামাবাদের পাশেই আছে বলে মন্তব্য করেন বিদেশ মন্ত্রী।