নজরে কালো টাকা, ২০ হাজারেরও বেশি আইটি রিটার্ন খুঁটিয়ে দেখবে আয়কর দফতর
Updated By: Nov 6, 2017, 10:25 PM IST
নিজস্ব প্রতিবেদন: কালোটাকা বিরোধী অভিযানে ফের একদফা কড়া পদক্ষেপ নিতে চলেছে আয়কর দফতর। নোট বাতিলের পর দাখিল করা ২০,৫৭২টি আয়কর রিটার্ন ফাইল খুঁটিয়ে দেখবে আয়কর দফতর। শুধু তাই নয়, নজরে রয়েছে ১ লাখ কেস যা অত্যন্ত সন্দেহজনক।
উল্লেখ্য, এ বছর ৩১ জানুয়ারি আয়কর দফতর শুরু করে ‘অপারেশন ক্লিন মানি’ অভিযান। দফতরের তথ্য অনুযায়ী ওই অভিযানে নজরে এসেছে ১৭.৭৩ লাখ কেস। সবে মিলি্যে ওইসব ক্ষেত্রে জড়িয়ে রয়েছে ৩.৬৮ লাখ কোটি টাকা ও ২৩.২২ লাখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
২০১৬ সালের ৯ নভেম্বর থেকে এ বছর মার্চ পর্যন্ত আয়কর দফতর ৯০০ তল্লাশি অভিযান চালিয়েছে। উদ্ধার হয়েছে ৯০০ কোটি টাকার অবৈধ সম্পত্তি। এর মধ্যে নগদ উদ্ধার হয়েছে ৬৩৬ কোটি টাকা।
আরও পড়ুন-বিজয় মালিয়াকে ভারতে আনার ক্ষেত্রে ফের ধোঁয়াশা দেখা দিল