Hyderabad Shocker: অপহরণের পর ১০ জন মিলে গণধর্ষণ! গর্ভবতী ১০ বছরের নাবালিকা...
ওই নাবালিকাকে জোর করে মাদক মেশানো পানীয় খাওয়ায়। অভিযুক্তদের প্রত্যেকেরই বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে।
![Hyderabad Shocker: অপহরণের পর ১০ জন মিলে গণধর্ষণ! গর্ভবতী ১০ বছরের নাবালিকা... Hyderabad Shocker: অপহরণের পর ১০ জন মিলে গণধর্ষণ! গর্ভবতী ১০ বছরের নাবালিকা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/04/481897-stoprape.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ঘটনা! শুনলে হাড়হিম হয়ে আসে! ১০ বছরের নাবালিকাকে প্রথমে অপহরণ। তারপর সেই ১০ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গণধর্ষণ করে ১০ জন মিলে। আর তার জেরে গর্ভবতী হয়ে পড়ে ১০ বছরের ওই নাবালিকা!
চরম ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্ত ১০ জনকেই গ্রেফতার করেছে পুলিস। অভিযোগ, অপহরণের পর অভিযুক্তরা ওই নাবালিকাকে জোর করে মাদক মেশানো পানীয় খাওয়ায়। মাদক মেশানো খাইয়ে তাকে বেহুঁশ করে দেয়। তারপরই তার সঙ্গে কুকর্ম করে। ১০ জন মিলে গণধর্ষণ করে ১০ বছরের নাবালিকাকে।
অভিযুক্তদের প্রত্যেকেরই বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে। অভিযুক্তদের মধ্যে কেউ গাড়িচালক, কেউ এসিপিসি কর্মী, কেউ লেবার, কেউ পুরকর্মী, কেউ ক্যান্টিন কর্মী, কেউ ডেলিভারি বয়, কেউ জল সাপ্লায়ার, কেউ সাফাইকর্মী কেউ চা-বিক্রেতা। ২৫ জুন তারা ওই নাবালিকাকে কাচ্চিগুডা থেকে অপহরণ করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)