ভূস্বর্গে ফের সন্ত্রাসবাদী হামলা, সেনার গুলিতে হত দুই জঙ্গি
গত কয়েকদিনের মধ্যে আজ ফের জঙ্গি হানার সম্মুখীন হল কাশ্মীর উপত্যকা। জম্মু-পাঠানকোট হাইওয়ের কাছে সাম্বা জেলায় শনিবার একটি সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। সেনারা পাল্টা আক্রমণ করলে মারা যায় দু'জনই।
![ভূস্বর্গে ফের সন্ত্রাসবাদী হামলা, সেনার গুলিতে হত দুই জঙ্গি ভূস্বর্গে ফের সন্ত্রাসবাদী হামলা, সেনার গুলিতে হত দুই জঙ্গি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/03/21/36136-terror.jpg)
শ্রীনগর: গত কয়েকদিনের মধ্যে আজ ফের জঙ্গি হানার সম্মুখীন হল কাশ্মীর উপত্যকা। জম্মু-পাঠানকোট হাইওয়ের কাছে সাম্বা জেলায় শনিবার একটি সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। সেনারা পাল্টা আক্রমণ করলে মারা যায় দু'জনই।
সেনা সূত্রে খবর আজ ভোর ৫টা ৫০ নাগাদ নাগাদ সাম্বা মেশওয়ারা অঞ্চলে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গ্রেনেড হানার পরিকল্পনাও ছিল তাদের।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর জানিয়েছেন দুই জঙ্গিই সেনার পাল্টা আক্রমণে মারা গেছে।
পরপর দু'টি জঙ্গি হানায় বর্তমানে আতঙ্কের পরিবেশ ভূস্বর্গ জুড়ে।
ইন্টারন্যাশনাল বর্ডার জুড়ে ব্যপকভাবে বিএসএফ জওয়ানদের নিয়োগ করা হয়েছে।
এই গুলির লড়াইয়ে স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন বলেও জানা গেছে।
এই মুহূর্তে জম্মু-পাঠানকোট হাইওয়েতে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাম্বা জেলার স্কুলগুলিতে স্থগিত রাখা হইয়েছে বোর্ডের পরীক্ষাও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজ্জু জানিয়েছেন ''এই ধরণের ঘটনার পুনারাবৃত্তি নিয়ে আমরা চিন্তিত। কিন্তু সব ধরণের জঙ্গি হানার মোকাবিলা করতে ভারতীয় সেনা প্রস্তুত।''
জঙ্গিদের সহযোহিতা করার সন্দেহে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।