ইভিএম কারচুপি ঢাকতে হিমাচলে হারবে বিজেপি, গুজরাটে জিতবে :হার্দিক
ভোটগণনার আগে ইভিএম কারচুপির অভিযোগ করলেন হার্দিক প্যাটেল।
নিজস্ব প্রতিবেদন: ইভিএম কারচুপির অভিযোগ তুলে শুক্রবারই বিতর্ক চেয়েছিলেন হার্দিক প্যাটেল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও স্পষ্টভাবে ইভিএম কারচুপি নিয়ে সরব হলেন পতিদার আন্দোলনের নেতা। হার্দিক প্যাটেলের দাবি, গুজরাট ধরে রাখবে বিজেপি। হিমাচলে ইচ্ছে করে হারবে তারা।
টুইটারে তিনি অভিযোগ করেন, শনিবার ও রবিবার রাতে ইভিএম-এ কারচুপি করবে বিজেপি। ইভিএম-এ কারচুপি করে গুজরাটে জিতবে তারা। তবে হিমাচল প্রদেশে নির্বাচন হারবে তারা।
আরও পড়ুন- দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন মোদী, সভাপতি হয়েই প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
शनिवार और रविवार की रात को EVM में बड़ी गरबडी करने जा रही है भाजपा,
चुनाव हार रही हैं भाजपा,EVM में गरबडी नहीं होंगी तो ८२ सीट भाजपा को मिल रही है।— Hardik Patel (@HardikPatel_) December 16, 2017
কেন এমনটা মনে করছেন হার্দিক প্যাটেল? তাঁর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। হার্দিকে দাবি, গুজরাটে হার মানে বিজেপির পতন। সেজন্য ইভিএম-এ কারচুপি করে গুজরাটে জিতবে বিজেপি। তবে হিমাচলে হারবে। এতে কারচুপি নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারবে না বিরোধীরা।
আরও পড়ুন- ভোটগণনার আগে এবার ইভিএম কারচুপি বিতর্ক উস্কে দিলেন হার্দিক
गुजरात में भाजपा की हार का मतलब है भाजपा का पतन
EVM में गरबडी करके भाजपा गुजरात चुनाव जितेगी और हिमाचल प्रदेश का चुनाव हारेंगी,ताकि कोई प्रश्न ना उठाए— Hardik Patel (@HardikPatel_) December 16, 2017
ইভিএম কারচুপি নিয়ে সরব হয়েছে গুজরাট কংগ্রেসও। এনিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল তারা। গুজরাট কংগ্রেসের দাবি ছিল, ইভিএম ও ভিভিপ্যাটের পেপার ট্রেইল অন্তত ২৫ শতাংশ ক্ষেত্রে মিলিয়ে দেখা হোক। সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে চায় না আদালত।