চালু পদ্ধতিতেই জিএসটি রিটার্ন জমা দেওয়া যাবে আরও ৩ মাস, ঘোষণা জেটলির
গত জানুয়ারি মাসে জেটলি জানিয়ে দিয়েছিলেন আন্তঃরাজ্য ও অন্তরাজ্য মাল পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল চালু হয়ে যাবে ১ ফেব্রুয়ারি
![চালু পদ্ধতিতেই জিএসটি রিটার্ন জমা দেওয়া যাবে আরও ৩ মাস, ঘোষণা জেটলির চালু পদ্ধতিতেই জিএসটি রিটার্ন জমা দেওয়া যাবে আরও ৩ মাস, ঘোষণা জেটলির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/10/112338-111.jpg)
নিজস্ব প্রতিবেদন: জিএসটি রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অরুণ জেটলি। এবার জিএসটি রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পুরনো পদ্ধতি চলবে আরও তিন মাস। শনিবার জিএসটি কাউন্সিলের ২৬তম বৈঠকের পর ওই ঘোষণা করেন অর্থমন্ত্রী।
জিএসটি রিটার্ন সম্পর্কে বলতে গিয়ে জেটলি আরও বলেন, অন্তরাজ্য ও আন্তঃরাজ্য মাল পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল ধাপে ধাপে চালু করা হবে ১৫ এপ্রিল থেকে। আগামী ১ জুন তা সম্পূর্ণভাবে দেশের সব রাজ্যে চালু হয়ে যাবে।
আরও পড়ুন-হবু বরের সঙ্গে ফোনে কথা বলতে বলতে আত্মঘাতী যুবতি
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জেটলি জানিয়ে দিয়েছিলেন আন্তঃরাজ্য ও অন্তরাজ্য মাল পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল চালু হয়ে যাবে ১ ফেব্রুয়ারি। সে সময় দেশের ১৫টি রাজ্য ওই ব্যবস্থা চালু করতে রাজি হয়ে গিয়েছিল। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তা চালু করা যায়নি।