গ্রুপ-C কর্মীরা তুলতে পারবেন অগ্রিম ১০ হাজার টাকা বেতন

নোট সমস্যার মধ্যেই সুখবর গ্রুপ-C কর্মীদের জন্য। সরকারি গ্রুপ C কর্মীদের দশ হাজার টাকা পর্যন্ত অগ্রিম বেতন তোলার অনুমতি দেওয়া হয়েছে। বিয়ে রয়েছে যেসব পরিবারগুলিতে তাদের সঙ্গে, এটাও একটা সুখবর গ্রুপ-C কর্মীদের জন্য। আজ সেইসঙ্গে কৃষকদের জন্য ২৫ হাজার টাকা ও পাইকারি সবজি বিক্রেতাকে ৫০ হাজার টাকা তোলার ছাড়পত্র দেওয়া হয়েছে

Updated By: Nov 17, 2016, 01:48 PM IST
গ্রুপ-C কর্মীরা তুলতে পারবেন অগ্রিম ১০ হাজার টাকা বেতন

ওয়েব ডেস্ক : নোট সমস্যার মধ্যেই সুখবর গ্রুপ-C কর্মীদের জন্য। সরকারি গ্রুপ C কর্মীদের দশ হাজার টাকা পর্যন্ত অগ্রিম বেতন তোলার অনুমতি দেওয়া হয়েছে। বিয়ে রয়েছে যেসব পরিবারগুলিতে তাদের সঙ্গে, এটাও একটা সুখবর গ্রুপ-C কর্মীদের জন্য। আজ সেইসঙ্গে কৃষকদের জন্য ২৫ হাজার টাকা ও পাইকারি সবজি বিক্রেতাকে ৫০ হাজার টাকা তোলার ছাড়পত্র দেওয়া হয়েছে

তবে আজ বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আড়াই লাখ করলেও, টাকা বদলের ঊর্ধ্বসীমা কমিয়ে আনা হয়েছে। তা সাড়ে চার হাজার থেকে কমিয়ে দুহাজার করে দেওয়া হয়েছে। প্রথমে ৮ নভেম্বর ঘোষণা করা হয়েছিল টাকা বদল করা যাবে চার হাজার।

.