গর্ত থেকে বার করে মারব জঙ্গিদের, বললেন প্রধানমন্ত্রী মোদী

এর পরই সন্ত্রাসবাদীদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোদী, 'বলেন বেছে বেছে বদলা নেওয়াই আমার অভ্যাস।'

Updated By: Mar 5, 2019, 09:28 AM IST
গর্ত থেকে বার করে মারব জঙ্গিদের, বললেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব প্রতিবেদন: ভারতে কোনও নাশকতার চেষ্টা করে পার পাবে না সন্ত্রাসবাদীরা। দরকার হলে গর্ত থেকে বার করে জঙ্গিদের মারবে ভারত। সোমবার গুজরাটের জামনগরে এক সভায় সন্ত্রাসবাদীদের এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে পুলওয়ামা হামলাকে নির্বাচনী কৌশল বলায় বিরোধীদের একহাত নেন তিনি। 

 

এদিন সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের জন্য ইউপিএ সরকারকে কাঠগড়ায় তোলেন মোদী। বলেন, 26/11 হামলার পর কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে? কেন ২০০৮ আমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণের পর জঙ্গিরা ছাড় পেল? সেই হামলায় ৫৮ জনের প্রাণ গিয়েছিল। তার মধ্যে ৩৭ জন চিকিত্সক ও চিকিত্সাকর্মী। মনে পড়ে সিভিল হাসপাতালের সেদিনের দৃশ্য? তখনকার সরকার কি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যথেষ্ট দৃঢ় ছিল?' 

বিজেপিতে যোগদানের জন্য ফোন গিয়েছে পার্থ, ফিরহাদের কাছেও, ফাঁস করলেন মুকুল

এর পরই সন্ত্রাসবাদীদের সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোদী, 'বলেন বেছে বেছে বদলা নেওয়াই আমার অভ্যাস।'

মোদী বলেন, বিরোধীরা যখন বায়ুসেনার বিমানহানা নিয়ে প্রশ্ন তুলছে তখন আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। আমি বলেছি, আমাদের হাতে রাফাল থাকলে ভারতের কোনও বিমানকে ওরা নামাতে পারত না। আর ওদের কোনও বিমানও ভারত থেকে ফিরতে পারত না। 

 

.