কেজরির পর এবার সল্লুর সাক্ষাত্ চান গীতা
গতকালই দেশে ফিরেছিলেন। দেখা করেছিলেন প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীর সঙ্গে। এবারে সেই গীতাই দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। আজ সকালে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে দেখা করেন গীতা। বারো বছর আগে পাকিস্তানে ঢুকে পড়েছিল বছর এগারোর ছোট্ট মেয়ে গীতা।
![কেজরির পর এবার সল্লুর সাক্ষাত্ চান গীতা কেজরির পর এবার সল্লুর সাক্ষাত্ চান গীতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/27/44065-uio.jpg)
ওয়েব ডেস্ক: গতকালই দেশে ফিরেছিলেন। দেখা করেছিলেন প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীর সঙ্গে। এবারে সেই গীতাই দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। আজ সকালে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে দেখা করেন গীতা। বারো বছর আগে পাকিস্তানে ঢুকে পড়েছিল বছর এগারোর ছোট্ট মেয়ে গীতা।
সমঝোতা এক্সপ্রেস থেকে মূক ও বধির মেয়েটিকে উদ্ধার করেন পাক রেঞ্জার্সরা। তারপর থেকে ঠিকানা ছিল করাচির হোম। কূটনীতির লালফাঁস ডিঙিয়ে গতকাল সকালে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেই দেশে ফেরেন গীতা।
গীতা এবার চান পর্দার 'বজরঙ্গি ভাইজান' মানে সলমন খানের সঙ্গে সাক্ষাত্ করার। এদিকে, গীতাকে নিয়ে নতুন নাটক। উত্তরপ্রদেশের এক দম্পতি দাবি করলেন গীতা আসলে তাদের মেয়ে। ১১ বছর আগে গীতা নাকি পাকিস্তানে চলে গিয়েছিল সীমান্ত টপকে। যদিও পুলিস এই দাবি খারিজ করে দিয়েছে।