EXIT POLL: ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, কাশ্মীরে ত্রিশঙ্কু
ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে। বুথ ফেরৎ সমীক্ষা বলছে ঝাড়খণ্ডে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু সরকার ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়। শনিবারই দুই রাজ্যে পাঁচ দফা বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে।
![EXIT POLL: ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, কাশ্মীরে ত্রিশঙ্কু EXIT POLL: ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, কাশ্মীরে ত্রিশঙ্কু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/21/32825-exit-poll.jpg)
নয়াদিল্লি: ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে। বুথ ফেরৎ সমীক্ষা বলছে ঝাড়খণ্ডে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু সরকার ইঙ্গিত বুথ ফেরৎ সমীক্ষায়। শনিবারই দুই রাজ্যে পাঁচ দফা বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়েছে।
ঝাড়খণ্ডে বিজেপি ও অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন ৩৭ থেকে ৪৩টি আসন পেতে পারে।
ঝাড়খণ্ড বিকাশ মোর্চা পরিষদের বাবুলাল মারান্ডি র ১৬ শতাংশভোট বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর দল পাবে ১২-১৬টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেতে ১০ থেকে ১৪টি আসন। মোট ভোটের ১৯ শতাংশ পেতে পারে মোর্চা। ফলে তিন নম্বরে চলে যাচ্ছে দলটি। হিসাব ঠিক থাকলে ঝাড়খণ্ডের ভোটে বিজেপি উত্থানই নিশ্চিত।
এবার যাওয়া যাক পাহাড়ে। বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে পিউপিলস ডেমোক্রেটিক পার্টিকে। তবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে পারবে না পিডিপি। ফলে পাহাড়ে ফলাফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাই প্রবল।