চাকুরিজীবীদের জন্য নতুন সুযোগ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার!

স্মার্ট হচ্ছে ভবিষ্যনিধি। বাড়ি কিনতে অ্যাডভান্স দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। 

Updated By: Oct 3, 2016, 07:01 PM IST
চাকুরিজীবীদের জন্য নতুন সুযোগ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার!

ওয়েব ডেস্ক: স্মার্ট হচ্ছে ভবিষ্যনিধি। বাড়ি কিনতে অ্যাডভান্স দেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। 

আবার EMI-এর টাকাও মেটানো হবে প্রভিডেন্ট ফান্ড থেকেই। অর্থাত্‍ মাসে মাসে PF অ্যাকাউন্টে যে টাকা জমা পড়ে, সেই টাকাই EMI হিসেবে যাবে ব্যাঙ্ক বা নির্মাতার কাছে। আগামী অর্থবর্ষ থেকে চাকুরিজীবীদের জন্য এমনই সুযোগ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে? একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে। যার এক পক্ষ হবেন ক্রেতা নিজে। দ্বিতীয় পক্ষ ব্যাঙ্ক বা হাউসিং এজেন্সি। তৃতীয় পক্ষ EPFO। বাড়ি কেনার ডাউন পেমেন্টের টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম হিসেবে পেতে পারবেন উপভোক্তা। আবার EMI-ও মেটানো হবে EPFO-এর মাসিক অনুদান থেকেই।

.