Rahul Gandhi: ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ১০ ঘণ্টা পর ইডি দফতর ছাড়লেন রাহুল, মঙ্গলে ফের তলব!
ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল 'লুটিয়ান্স দিল্লি'। পথে নামেন পি চিদম্বরম, অশোক গেহলট, বেণুগোপাল, হরিশ রাওয়াত, অধীর চৌধুরীর মতো শীর্ষ কংগ্রেস (Congress) নেতারা।
নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ইডির (ED) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ১০ ঘণ্টা পর ইডি দফতর ছাড়েন কংগ্রেস (Congress) নেতা। সূত্রের খবর, মঙ্গলবার ফের তাঁকে হাজিরা দিতে বলেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল 'লুটিয়ান্স দিল্লি'। পথে নামেন পি চিদম্বরম, অশোক গেহলট, বেণুগোপাল, হরিশ রাওয়াত, অধীর চৌধুরীর মতো শীর্ষ কংগ্রেস (Congress) নেতারা। সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে ঢোকেন রাহুল গান্ধী। মাঝে একবার মধ্যাহ্নভোটের সময় বেরিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীকে দেখে আসেন তিনি। এরপর ফের ইডির দফতরে ঢুকে যান। জানা গিয়েছে, সোমবার ১০ ঘণ্টা পর ইডির দফতর থেকে বের হন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
অধীর চৌধুরী-সহ কংগ্রেসের বহু নেতা তুঘলক রোড থানায় আটক থাকেন। এ নিয়ে অভিযোগও জানান বিরোধী দলনেতা। অনেক কংগ্রেস নেতা, সদর দফতরে অপেক্ষা করছিলেন। সূত্রের খবর, গান্ধী পরিবারের উপর কেন্দ্রের আক্রোশের অভিযোগ তুলে, শীঘ্রই আন্দোলনে নামবে কংগ্রেস।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)