ইভাঙ্কার পর ট্রাম্প পুত্র এলেন ভারতে
ভারতে বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসার তদারকি করতে মূলত এ দেশে আসছেন জুনিয়র ট্রাম্প। মুম্বই, নয়া দিল্লি-সহ গুরুগ্রাম, কলকাতায় ট্রাম্প ব্যবসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি
![ইভাঙ্কার পর ট্রাম্প পুত্র এলেন ভারতে ইভাঙ্কার পর ট্রাম্প পুত্র এলেন ভারতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/20/109845-donaldtrump.jpg)
নিজস্ব প্রতিবেদন: কন্যার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র জুনিয়র ট্রাম্প আসছেন ভারতে। মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফরে সরকারি শিলমোহর না-থাকলেও ভারত-প্রশান্তমহাসাগরীয় কূটনীতির ওপর বক্তৃতা রাখবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- ‘ব্যাঙ্কই দায়ী, আমার ব্যান্ডের দফারফা হয়েছে, ঋণ শোধের আশা খুব কম’, সাফ জানালেন নীরব
ভারতে বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসার তদারকি করতে মূলত এ দেশে আসছেন জুনিয়র ট্রাম্প। মুম্বই, নয়া দিল্লি-সহ গুরুগ্রাম, কলকাতায় ট্রাম্প ব্যবসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে, জুনিয়র ট্রাম্পের এই সফর নিয়ে নজরকাড়া বিজ্ঞাপন দেখা গেল প্রথম সারির সংবাদপত্রগুলিতে। বিজ্ঞাপনের হেডলাইন রয়েছে-"ট্রাম্প এ দেশে, আপনি কি আমন্ত্রিত?" প্রায় ৩৮ হাজার ডলার ফি বাবদ ট্রাম্পের গোল টেবিলে অংশগ্রহণ করতে পারেন ব্যবসায়ীরা। যদিও এই বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ আয়োজককারীরা।
আরও পড়ুন- থানা থেকে বের করে ধর্ষণে অভিযুক্ত ২ যুবককে পিটিয়ে মারল জনতা
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, "রিশেপিং ইন্দো-পেসিফিক টাই: দ্য নিউ এরা অব কোঅপারেশন" শীর্ষক বাণিজ্য সম্মলনে বক্তৃতা রাখবেন ৪৫ বছর বয়সী ট্রাম্প প্রশাসনের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। ওই অনুষ্ঠানে 'প্রিপেয়ারিং ইন্ডিয়া ফর দ্য ফিউচার' বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- বড়সড় ঘোষণা, নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের উর্ধ্বসীমা এক ধাক্কায় বাড়াল রেল