২৬/১১-র মুম্বই হামলায় আহত কুকুরের মৃত্যু পারেলের হাসপাতালে
মুম্বইয়ের CTS স্টেশনই ছিল ওর ঠিকানা। ২৬/১১ -য় মুম্বইয়ে যখন সন্ত্রাসবাদীদের হামলা হয় , জঙ্গিদের গুলিতে আহত হয়েছিল শেরু। শনিবার মুম্বিয়ের পারেল পশু হাসপাতলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কুকুরটির।
Updated By: Dec 21, 2014, 01:34 PM IST
![২৬/১১-র মুম্বই হামলায় আহত কুকুরের মৃত্যু পারেলের হাসপাতালে ২৬/১১-র মুম্বই হামলায় আহত কুকুরের মৃত্যু পারেলের হাসপাতালে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/21/32829-dog-last-ride.jpg)
মুম্বই: মুম্বইয়ের CTS স্টেশনই ছিল ওর ঠিকানা। ২৬/১১ -য় মুম্বইয়ে যখন সন্ত্রাসবাদীদের হামলা হয় , জঙ্গিদের গুলিতে আহত হয়েছিল শেরু। শনিবার মুম্বিয়ের পারেল পশু হাসপাতলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কুকুরটির।
মুম্বই হানায় গুলি লাগার পর থেকে পশু হাসপাতালেই থাকত শেরু। সম্প্রতি পায়ে চোট পেয়ে অবস্থা খারাপ হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন কুকুরটির মৃত্যু সেই করণে হয়নি, হয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে।
পুশু হাসপাতাল চত্বরেই কুকুরটি শেষকৃত্য সম্পন্ন হয়। শেরু শেষ বিদায়ে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মীরাও।