দিল্লি নিরাপদ নয়: শীলা দীক্ষিত

দিল্লি গণধর্ষণের ঘটনার বিচার শুরু হতে না হতেই সোমবার লাজপত নগরে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা। এসবের জেরে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে রীতিমতো কোণঠাসা দিল্লি সরকার। সমালোচনার ঝড় এড়াতে এখন রক্ষণাত্মক দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এই মুহূর্তে দিল্লির মহিলাদের নিরাপত্তা নেই, নিজেই সেকথা মেনে নিলেন তিনি।

Updated By: Feb 6, 2013, 08:53 PM IST

দিল্লি গণধর্ষণের ঘটনার বিচার শুরু হতে না হতেই  সোমবার লাজপত নগরে বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা। এসবের জেরে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে রীতিমতো কোণঠাসা দিল্লি সরকার। সমালোচনার ঝড় এড়াতে এখন  রক্ষণাত্মক দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এই মুহূর্তে দিল্লির মহিলাদের নিরাপত্তা নেই, নিজেই সেকথা মেনে নিলেন তিনি। লাজপত নগরের ঘটনা বড় ধাক্কা এবং ওই ঘটনা চিন্তা আরও বাড়িয়েছে বলেই মন্তব্য করেছেন শীলা দীক্ষিত। পুলিসি নিরাপত্তা থাকলেও তা যথেষ্ট নয় বলেও মন্তব্য খোদ দিল্লির মুখ্যমন্ত্রীর।
চলতি সপ্তাহের সোমবার এই ঘটনা ঘটে। ওইদিন সন্ধে সাড়ে ৮টা নাগাদ অনিল কুমার নামক এক ইলেক্ট্রিক মিস্ত্রী মাসিক পাওনা আদায়ের জন্য আক্রান্ত তরুণীর বাড়িতে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মেয়েটি অনিল কুমারকে বাধা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে সে মেয়েটির গলার মধ্যে লোহার রড ঢুকিয়ে দেয়। মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কিন্তু ততক্ষণে অনিল কুমার পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পরেও এখনও মেয়েটির সঙ্কট কাটেনি বলেই সূত্রের খবর।
পরে হরিয়ানার ফরিদাবাদ থেকে অনিল কুমারকে পুলিস গ্রেফতার করেছে।

.