দিল্লির হাসপাতালে দুর্ঘটনা, মৃত ৫

মেরামতির কাজে অক্সিজেন পাইপ কেটে যাওয়ায় দিল্লির এক সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ,শুশ্রুত ট্রমা সেন্টারের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের কেন্দ্রীয় অক্সিজেনের যোগানের পাইপ কেটে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মৃতদের পরিবারের হাসপাতসাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। যদিও হাসপাতার কর্তৃপক্ষ মেরামতকারী সংস্থার কাঁধে দায় ঠেলেছেন।

Updated By: Dec 5, 2012, 06:11 PM IST

মেরামতির কাজে অক্সিজেন পাইপ কেটে যাওয়ায় দিল্লির এক সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ,শুশ্রুত ট্রমা সেন্টারের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের কেন্দ্রীয় অক্সিজেনের যোগানের পাইপ কেটে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মৃতদের পরিবারের হাসপাতসাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। যদিও হাসপাতার কর্তৃপক্ষ মেরামতকারী সংস্থার কাঁধে দায় ঠেলেছেন। তাঁদের দাবি, অক্সিজেন সরাবরাহ কাজে দক্ষ কর্মী নিয়োগ না করে একজন অদক্ষ শ্রমিককে কাজে লাগিয়েছে ঠিকাদার। দুর্ঘটনার সময় দশটির জায়গায় মাত্র একটি সিলিন্ডার থেকে অক্সিজেন সরাবরাহ হচ্ছিল।
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও কমিটি গঠন করে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশেষ স্বাস্থ্যসচিব এসবি শশাঙ্ক এর নেতৃত্বে এই কমিটি শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেবে।

.