সঙ্কটে বিহারের মহাজোট সরকার, নীতীশকে নিয়ে কংগ্রেস-বিজেপির দড়ি টানাটানি চরমে
লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাসির পরই আরজেডির সঙ্গে দূরত্ব বাড়াতে মরিয়া নীতীশ কুমার। শনিবার সন্ধের মধ্যে তেজস্বী যাদবকে উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। যদিও সেপথে সম্ভবত হাঁটতে নারাজ লালুপুত্র। ফলে বিহারে ফাটলের মুখে মহাজোট। এ অবস্থায় নীতীশ কুমারকে নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি চরমে। আসন্ন রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচনে জেডিইউ-এর সমর্থন পেতে নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ রাখছে ১০ জনপথ। অন্যদিকে নীতীশ কুমারের জন্য জোটের দরজা খোলা রেখেছে বিজেপিও। প্রসঙ্গত, গতকাল দু'দফায় গান্ধী পরিবার থেকে ফোন পান নীতীশ। প্রথমবার স্বয়ং সোনিয়া এবং দ্বিতীয়বার রাহুল। উভয়েই তাঁকে মহাজোট টিকিয়ে রাখার বার্তা দেন এবং রাহুল মধ্যস্থতাকারী হিসাবে উভয় পক্ষের সঙ্গে কথা বলতেও চান। এখন দেখার, শেষ পর্যন্ত ঠিক কী ঘটতে চলেছে ঐতিহাসিক পাটুলিপুত্রে! (আরও পড়ুন- জেলে 'VIP সুবিধা' পেতে ২ কোটি টাকা ঘুষ ভি কে শশীকলার)
![সঙ্কটে বিহারের মহাজোট সরকার, নীতীশকে নিয়ে কংগ্রেস-বিজেপির দড়ি টানাটানি চরমে সঙ্কটে বিহারের মহাজোট সরকার, নীতীশকে নিয়ে কংগ্রেস-বিজেপির দড়ি টানাটানি চরমে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/13/89166-bihar.jpg)
ওয়েব ডেস্ক: লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাসির পরই আরজেডির সঙ্গে দূরত্ব বাড়াতে মরিয়া নীতীশ কুমার। শনিবার সন্ধের মধ্যে তেজস্বী যাদবকে উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। যদিও সেপথে সম্ভবত হাঁটতে নারাজ লালুপুত্র। ফলে বিহারে ফাটলের মুখে মহাজোট। এ অবস্থায় নীতীশ কুমারকে নিয়ে কংগ্রেস এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি চরমে। আসন্ন রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচনে জেডিইউ-এর সমর্থন পেতে নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ রাখছে ১০ জনপথ। অন্যদিকে নীতীশ কুমারের জন্য জোটের দরজা খোলা রেখেছে বিজেপিও। প্রসঙ্গত, গতকাল দু'দফায় গান্ধী পরিবার থেকে ফোন পান নীতীশ। প্রথমবার স্বয়ং সোনিয়া এবং দ্বিতীয়বার রাহুল। উভয়েই তাঁকে মহাজোট টিকিয়ে রাখার বার্তা দেন এবং রাহুল মধ্যস্থতাকারী হিসাবে উভয় পক্ষের সঙ্গে কথা বলতেও চান। এখন দেখার, শেষ পর্যন্ত ঠিক কী ঘটতে চলেছে ঐতিহাসিক পাটুলিপুত্রে! (আরও পড়ুন- জেলে 'VIP সুবিধা' পেতে ২ কোটি টাকা ঘুষ ভি কে শশীকলার)