এপ্রিল থেকেই বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

গত জুন মাসে ৩৪টি সংশোধনী সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কা‌র্যকর করে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Updated By: Mar 13, 2018, 03:34 PM IST
এপ্রিল থেকেই বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদন: অপেক্ষার অবসান। এপ্রিল মাস থেকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনু‌যায়ী বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

সূত্রের খবর, নতুন বেতন কাঠামো অনু‌যায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নূন্যতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২১ হাজার টাকা। অর্থাৎ মূল বেতন বাড়ছে ৩ হাজার টাকা।

উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনু‌যায়ী গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অন্যদিকে, সর্বোচ্চ বেতন বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়। তবে সে সময় কর্মচারীদের দাবি ছিল নূন্যতম মূল বেতন করা হোক ২৬ হাজার টাকা। এনিয়ে ফের তরজা শুরু হয়ে ‌যায়।

আরও পড়ুন-নূন্যতম ব্যালান্স না রাখার ক্ষেত্রে জরিমানা কমাল স্টেট ব্যাঙ্ক

গত জুন মাসে ৩৪টি সংশোধনী সহ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কা‌র্যকর করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক হয় নূন্যতম মূল বেতন হবে ১৮ হাজার টাকা। অন্যদিকে আধিকারিক স্তরে বেতন ৯০ হাজার টাকা থেকে বেড়ে ২.৫ লাখ টাকা হবে। তার পরেও এই বৃদ্ধি করা হল।

.