জম্মুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিরাপত্তারক্ষীর বাস, জখম ৩২ জওয়ান, মৃত ১
সোমবার সকাল ৯টা নাগাদ বুদগামের স্থানীয় নির্বাচন সেরে জম্মুতে ফিরছিল বাসটি। জানা যায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচন সেরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল নিরাপত্তারক্ষীর বাস। ঘটনাটি ঘটেছে জম্মুর রামবন জেলায়। ওই বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের (আইটিবিপি) জওয়ান-সহ ৩৬ জন ছিলেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৩২ নিরাপত্তারক্ষীকে। মৃত্যু হয়েছে এক জনের।
আরও পড়ুন- ২০১৯-এর দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা সিবিএসই-র
সোমবার সকাল ৯টা নাগাদ বুদগামের স্থানীয় নির্বাচন সেরে জম্মুতে ফিরছিল বাসটি। জানা যায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে, গাছে আটকে পড়ায় বরাত জোরে বেঁচে যান অনেকে। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে রামবনের সরকারি হাসপাতালে।
আরও পড়ুন- যৌন চাহিদা মেটাতে অস্বীকার, ১০ বছরের বালককে খুন করে ফেলল কিশোর
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, সেনা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগায়। দড়ি দিয়ে বেঁধে তোলা হচ্ছে জওয়ানদের। পুলিস সূত্রে খবর, এক জওয়ানের মৃত্যু হয়েছে। তবে, ওই বাসে এখনও কেউ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।