জেল থেকে ছাড়া পেয়েই স্বমূর্তিতে কেজরিয়াল
শনিবার সকালেই ছাড়া পেয়ে গেলেন `ইন্ডিয়ান আগেনস্ট কোরাপসন`-এর অন্যতম সদস্য অরবিন্দ কেজরিয়াল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। কংগ্রেস-কেজরিয়াল কাজিয়ায় নয়া মোড় এনে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেজরিয়াল। খুরশিদের সংস্থাটিতে দুর্নীতির অভিযোগ এনে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুক্রবার সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় দিল্লি পুলিস এই একদা সমাজকর্মী অধুনা রাজনীতিবিদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে।
শনিবার সকালেই ছাড়া পেয়ে গেলেন `ইন্ডিয়ান আগেনস্ট কোরাপসন`-এর অন্যতম সদস্য অরবিন্দ কেজরিয়াল ও তাঁর সাঙ্গপাঙ্গরা। কংগ্রেস-কেজরিয়াল কাজিয়ায় নয়া মোড় এনে কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদের স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেজরিয়াল। খুরশিদের সংস্থাটিতে দুর্নীতির অভিযোগ এনে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুক্রবার সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে যাওয়ার সময় দিল্লি পুলিস এই একদা সমাজকর্মী অধুনা রাজনীতিবিদ ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে।
জেল থকে ছাড়া পেয়েই কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটা অব্যাহত রাখলেন একদা আন্না ঘনিষ্ট কেজরিয়াল। তারঁ মতে কংগ্রেস সরকার পরিষ্কার `দাদাগিরি` করছে। পুকিসকে দিয়ে ইচ্ছা মত ধরপাকড় চালাচ্ছে তার। তবে নিজেদের প্রতিবাদের পথ থেকে মোটেও সরে আসছেন না বলেও জানিয়েছেন তিনি। কেজরিয়াল বলেছেন ``যতদিন না খুরশিদ পদত্যাগ করবেন ততদিন পার্লামেন্ট স্ট্রিটের থানার সামনে আমরা `ধর্ণা` চালাব।``
সরকারের বিরুদ্ধে বেছে বেছে তাঁদের স্বেচ্ছাসেবকদের ধরে অত্যাচারের অভিযোগ আনা হয়েছে `আইএসি`-র পক্ষ থেকে। তবে এতে যে তাঁরা মোটেই দমে যাচ্ছেন না তাও জানিয়েছেন। কেজরিয়াল বলেছেন `` এরকম প্রত্যেকটি ঘটনাই আসলে আমদের শক্তি বাড়িয়ে তোলে।``
আইএসির পক্ষ থেকে কে কে দিক্ষিত জানিয়েছেন `` খুরশিদ ও তাঁর স্ত্রীর সংস্থা উত্তর প্রদেশের ১৬টি জেলার বিশেষ ভাবে সক্ষম মানুষদের সাইকেল রিক্সা কিনে দেওয়ার জন্য যে ৭১ লক্ষ টাকা পেয়েছিল তার সম্পূর্ণ অপব্যবহার করেছে।`` আরটিআই সূত্রেই এই খবর পাওয়া গেছে বলেও জানানো হয়েছে কেজরিয়াল গোষ্ঠীর পক্ষ থেকে।
সলমন খুরশিদ অবশ্য এই সব অভিযোগই অস্বীকার করেছেন।