‘সেনা জওয়ানরা তো মরবেই’, মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

চাপে পড়ে এর পাল্টা ব্যাখ্যা দিতে বাধ্য হন নেপাল সিং

Updated By: Jan 2, 2018, 10:07 AM IST
‘সেনা জওয়ানরা তো মরবেই’, মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

নিজস্ব প্রতিবেদন:  সীমান্তে পাক গুলিতে কিংবা কাশ্মীরে জঙ্গিদের হাতে প্রায়ই শহিদ হচ্ছেন দেশের জওয়ানরা। নকশাল অধ্যুসিত এলাকায় কিংবা সিয়াচেনের কঠিন ঠাণ্ডায় ঠায় দাঁড়িয়ে কর্তব্যরত দেশের জওয়ানরা। সেই জওয়ানদের সম্পর্কেই অপমানজনমক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ নেপাল সিং।

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদের মন্তব্য, ‘সেনা জওয়ানরা তো মরবেই। এমন একটা দেশের নাম কর ‌যেখানে সেনা জওয়ানরা মরে না। গ্রামেও ‌যদি কোনও ঝগড়া হয় তাহলে কেউ না কেউ আহত হয়। এটা নতুন কিছু নয়। এমন কোনও জিনিসের নাম কর ‌যা সেনাদের বুলেট থেকে বাঁচাতে পারে। আমরা তা ব্যবহার করব।’

আরও পড়ুন-১২ ঘণ্টা বন্ধ আউটডোর! জাতীয় স্বাস্থ্য বিলের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে কালাদিবস

নেপাল সিংয়ের ওই মন্তব্যের পরই প্রবল হইচই শুরু হয়ে ‌যায়। ফলে চাপে পড়ে এর পাল্টা ব্যাখ্যা দিতে বাধ্য হন নেপাল সিং। তিনি বলেন, আমি তো বলেছিলাম, বিজ্ঞানীরা এমন একটি উপায় উদ্ভাবন করার চেষ্টা করছেন ‌যা সেনাদের বুলেট থেকে বাঁচাতে পারে। সেনাদের অপামান করার মতো কোনও খথা বলিনি। তার পরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্ষমা চাইছি। 

.