Amarnath Yatra: এবার অমরনাথ যাত্রা চলবে ৪৩ দিন, কবে থেকে শুরু জানিয়ে দিলেন J&K গভর্নর
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে মাঝপথে বাতিল হয়ে যায় অমরনাথ যাত্রা
![Amarnath Yatra: এবার অমরনাথ যাত্রা চলবে ৪৩ দিন, কবে থেকে শুরু জানিয়ে দিলেন J&K গভর্নর Amarnath Yatra: এবার অমরনাথ যাত্রা চলবে ৪৩ দিন, কবে থেকে শুরু জানিয়ে দিলেন J&K গভর্নর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/27/369603-9.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা প্রটোকল মেনে এছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩০ জুন। চলবে ৪৩ দিন। ঐতিহ্য মেনে রাখীবন্ধনের দিনই শুরু হচ্ছে যাত্রা। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠকের পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করেন, 'অমরনাথ যাত্রা নিয়ে আজ শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক বৈঠক হল। বৈঠকে ঠিক হয়েছে টানা ৪৩ দিনের ওই যাত্রা শুরু হবে ৩০ জুন। মেনে চলতে হবে কোভিড প্রটোকল। যাত্রা নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে।'
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে মাঝপথে বাতিল হয়ে যায় অমরনাথ যাত্রা। পাশাপাশি গত ২ বছর করোনা অতিমারীর কারণে প্রতীকীভাবে পালন করা হয় অমরনাথ যাত্রা।
এদিকে, শনিবার জম্মু ও কাশ্মীরে করোনা সংক্রমিত হন ১৫ জন। রাজ্যের ২২ জেলার মধ্য়ে ১৫ জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। তার পরেও সাবধানতা হিসেবে করোনা প্রটোকল মেনেই এবার হবে যাত্রা।
আরও পড়ুন-এবার 'বিনামূল্যেই' দেখা যাবে IPL, নয়া প্ল্যান ঘোষণা Jio-র