আরুষিকে খুন করেছে কে, আজ জানাবে আদালত

বিশেষ সিবিআই আদালতে আরুষি হত্যাকাণ্ডের রায় ঘোষণা আজ। মূল অভিযুক্ত রাজেশ ও নুপূর তলোয়ার দোষী সাব্যস্ত হন কিনা, তার দিকে তাকিয়ে গোটা দেশ। ২০০৮ সালে নয়ডায় খুন হন আরুষি তলোয়ার।

Updated By: Nov 25, 2013, 12:15 PM IST

বিশেষ সিবিআই আদালতে আরুষি হত্যাকাণ্ডের রায় ঘোষণা আজ। মূল অভিযুক্ত রাজেশ ও নুপূর তলোয়ার দোষী সাব্যস্ত হন কিনা, তার দিকে তাকিয়ে গোটা দেশ। ২০০৮ সালে নয়ডায় খুন হন আরুষি তলোয়ার।
অভিযোগ, পরিচারক হেমরাজের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলাতেই আরুষি তলোয়ারকে খুন করেন তলোয়ার দম্পতি। প্রথমে উত্তরপ্রদেশ পুলিস এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে সিবিআই হাতে চলে যায় এই হত্যাকাণ্ডের তদন্তভার।
 এই মামলা নিয়ে জটিলতা কম হয়নি। ২০১২ সালের ১১ জুন তলোয়ার দম্পতিকে মূল অভিযূক্ত করে এই মামলার বিচারপর্ব  শুরু হয়। দীর্ঘ ১৫ মাস পর আজ রায় দিতে চলেছে সিবিআইয়ের বিশেষ আদালত।  

.