মুক্ত বিদ্যালয়ে পরীক্ষায় বসতেও এবার আধার কার্ড
Updated By: Aug 23, 2017, 04:58 PM IST
![মুক্ত বিদ্যালয়ে পরীক্ষায় বসতেও এবার আধার কার্ড মুক্ত বিদ্যালয়ে পরীক্ষায় বসতেও এবার আধার কার্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/23/91579-1503405717-1498226171-aadhaar3.png.jpg)
ওয়েব ডেস্ক : মুক্ত বিদ্যালয়ে পরীক্ষায় বসতেও এবার আধার কার্ড লাগবে। নকল পরীক্ষার্থী আটকাতেই বাধ্যতামূলক করা হল আধার কার্ড। সম্মতি জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
আধার বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন লার্নিং (NIOS)। এখন থেকে মুক্ত বিদ্যালয়ের হয়ে কোনও পরীক্ষার্থী পরবর্তী কোনও পরীক্ষায় বসতে গেলে, তার আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
একইসঙ্গে এখন থেকে পরীক্ষা হলগুলিতে থাকবে স্ক্যানার মেশিনও। মিলিয়ে দেখা হবে কোনও পরীক্ষার্থীর আঙুলের ছাপ। তাদেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে, যাদের আঙুলের ছাপের মিল পাওয়া যাবে।
আরও পড়ুন, গৃহশিক্ষিকার 'যৌন ফাঁদে' কিশোর! তারপর...