Chhattisgarh: মোবাইলে আসক্ত স্ত্রী, খাবার দিতে দেরি! তিনতলা থেকে ধাক্কা স্ত্রীকে...

Chhattisgarh: ফোন ঘাঁটার কারণে খাবার দিতে দেরি করেছিলেন স্ত্রী। তাতেই ধৈর্য্য হারিয়ে নিজের বাড়ির তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন স্বামী।

Updated By: Dec 26, 2024, 06:26 PM IST
Chhattisgarh: মোবাইলে আসক্ত স্ত্রী, খাবার দিতে দেরি! তিনতলা থেকে ধাক্কা স্ত্রীকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তির জেরে স্ত্রীকে ধাক্কা দিয়ে তিনতলা থেকে ফেলে দেন স্বামী। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের রায়পুরে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। দ্রুত ঘটনাটিকে খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুলিস।  

আরও পড়ুন: 'ভালোবাসা' চুরি করে আটক! শেষে কাগজে সই করিয়ে পুলিসই 'প্রেম-চোরে'র হাতে ধরিয়ে দিল...

অভিযুক্তের নাম সুনীল জগবন্ধু। তিনি তার ধৈর্য্য হারিয়ে এই কান্ড ঘটিয়েছেন বলে তার দাবি। পুলিস ঘটনাটিকে গার্হস্থ্য হিংসার মামলা হিসেবে রুজু করেছেন। 

আরও পড়ুন:  সোনারপুরে 'পণের বলি' বধূ, বিয়ের এক মাস যেতে না যেতেই....

পুলিস সূত্রে খবর সুনীল জগবন্ধু জানান, তার স্ত্রী স্বপ্না সারাদিন ফোনে ব্যস্ত থকতেন। সেদিন তিনি তার স্ত্রীকে খাবার চাইলেও তাঁর স্ত্রী মোবাইল ফোনেই ব্যস্ত ছিলেন। এই নিয়েই তাদের মধ্যে শুরু হয়েছিল অশান্তি আর তারপরই তিনি নিজের রাগকে সামলাতে না পেরে তার স্ত্রীকে  তিন তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.