আবার লখিমপুর খেরি! গণধর্ষণের পর খুন নাবালিকা...
জানানো হয়েছে নাবালিকার দিদি সহ সাত অভিযুক্তকে আইপিসি-র ৩৭৬ডি (গনধর্ষণ), ৩০২ (খুন) এবং ২০১ (প্রমান লোপাট) ধারায় মামলা করা হয়েছে। পুলিসের যে দল ২৪ ঘণ্টায় এই ঘটনার তদন্ত শেষ করেছে তাদেরকে ২০,০০০ টাকা পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে একটি ১২ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। ছয়জন এই ঘটনায় যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে এই নাবালিকার ১৯ বছর বয়সী বোনের নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত যুবকদের মধ্যে একজনের সঙ্গে আক্রান্ত নাবালিকার বড় বনের সম্পর্ক ছিল।
অভিযুক্তরা আখের ডাল ব্যবহার করে শিশুটি আঘাত করে এবং তাকে শ্বাসরোধ করে খুন করে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার আখের ক্ষেত থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিস জানিয়েছে ওই নাবালিকা তাঁর বড় দিদি র সম্পর্কের বিষয় জানতে পারে এবং অভিভাবকদেরকে সেই কথা জানানোর কথা বলে। পুলিস আরও জানিয়েছে নাবালিকার দিদি নিজে তার বোনকে ঘটনাস্থলে নিয়ে যায় যেখানে অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে খুন করে। অভিযুক্তরদের সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
আরও পড়ুন: Maharashtra Political Crisis: উদ্ধব ঠাকরের পদত্যাগের পরে আবেগপ্রবণ সঞ্জয় রাউত, কী বললেন তিনি?
ঘটনার তদন্তে নামে পাঁচটি দল। পুলিসের আইজি লক্ষ্মী সিং নিজে এলাকায় যান এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। এসপি সুমন জানিয়েছেন এই ঘটনার তদন্তে ডগ স্কোয়াড এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়।
জানানো হয়েছে নাবালিকার দিদি সহ সাত অভিযুক্তকে আইপিসি-র ৩৭৬ডি (গনধর্ষণ), ৩০২ (খুন) এবং ২০১ (প্রমান লোপাট) ধারায় মামলা করা হয়েছে। পুলিসের যে দল ২৪ ঘণ্টায় এই ঘটনার তদন্ত শেষ করেছে তাদেরকে ২০,০০০ টাকা পুরষ্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।