সোপিয়ানে ভোররাতে পুলিসি এনকাউন্টারে খতম ৩ Al-Badr জঙ্গি
আত্মসমর্পণ করেছে এক জঙ্গি
নিজস্ব প্রতিবেদন: জম্মু কাশ্মীরের সোপিয়ানে (Shopian) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার অভিযোনে খতম ৩ জঙ্গি। বৃহস্পতিবার ভোরে টুইট করে জানাল কাশ্মীর জোন পুলিস। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিগাম এলাকায় এদিন ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। জানা গিয়েছে, আল-বদর জঙ্গিগোষ্ঠীর (Al-Badr Terrorists) ৪ নতুন সদস্যকে এনকাউন্টার অভিযোনে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই স্থানীয় এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। আটক করার পর তাঁদের আত্মসমর্পণের জন্য বোঝান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১ জন আত্মসমর্পণ করলেও বাকিরা অনড় থাকেন। অবশেষে তাঁদের উপর গুলি চালনা করে পুলিস।
3 terrorists killed. Search operation underway: Kashmir Zone Police
— ANI (@ANI) May 6, 2021
4 newly recruited local terrorists of Al-Badr terror outfit trapped in Kanigam area of Shopian. Exercising maximum restraint, Police and security forces are trying their best to persuade them to surrender: JK Police
— ANI (@ANI) May 5, 2021
আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ 'অবশ্যম্ভাবী', আরও 'উন্নত' Vaccine প্রয়োজন, জানাল কেন্দ্র
কাশ্মীর জোন পুলিসের (Kashmir Zone Police) করা টুইটে জানানো হয়েছে, '৪ জঙ্গিকে আটক করার পরে আমরা তাঁদের আত্মসমর্পণের জন্য সবরকমভাবে বোঝানোর চেষ্টা চালাই কিন্তু ৩ জন অনড় থাকে। শেষে অভিযানকারী দল তাঁদের উপর গুলি চালাতে বাধ্য হয়।' আরেকটি টুইটে জানানো হয়, 'আটক জঙ্গিদের মধ্যে ১ জন আত্মসমর্পণ করে। তাঁর নাম তৌসিফ আহমেদ। আল-বদর গোষ্ঠীতে নতুন যোগদান করেছিল সে। এলাকায় আরও জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা জানতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিস।'
#ShopianEncounterUpdate: 03 #terrorists killed. Search going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/R2A04wT7lp
— Kashmir Zone Police (@KashmirPolice) May 6, 2021