ফের শুরু টুজি কাণ্ডের বিচার

ফের টুজি কাণ্ডের বিচার শুরু হল দিল্লির বিশেষ আদালতে। এই মামলাতেই ভাগ্য নির্ধারণ হবে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে সাংসদ কানিমোড়ি-সহ সিবিআই চার্জশিটে অভিযুক্ত ১৪ ব্যক্তি ও ৩টি সংস্থার।

Updated By: Jan 2, 2012, 12:15 PM IST

ফের টুজি কাণ্ডের বিচার শুরু হল দিল্লির বিশেষ আদালতে। এই মামলাতেই ভাগ্য নির্ধারণ হবে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে সাংসদ কানিমোড়ি-সহ সিবিআই চার্জশিটে অভিযুক্ত ১৪ ব্যক্তি ও ৩টি সংস্থার। শীতের ছুটির কারণে এক সপ্তাহ পর ফের বিচার শুরু হয় এই মামলার।
এই মামলায় এক সাক্ষী অসীরভাথাম আচারিকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার। কিন্তু আজ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন অসীরবাথম আচারি। ফলে স্পেকট্রাম কেলেঙ্কারি মামলার শুনানি স্থগিত রাখে দিল্লির বিশেষ আদালত। প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার প্রাক্তন সহযোগী আচারি এই মামলায় সিবিআইয়ের অন্যতম সাক্ষী। আগামিকাল ফের এই মামলার শুনানি হবে।
অন্য দিকে এদিন বিচারপতি জি এস সিংভির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ টুজি কাণ্ডের দুই অভিযুক্ত-প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা এবং আন্দিমুথু রাজার প্রাক্তন ব্যক্তিগত সচিব আর কে চান্দোলিয়া জামিন আবেদন গ্রহণ করেছে। জামিন আবেদনের বিষয়ে মতামত জানানোর জন্য এদিনই সিপিআই'কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। এর আগে আর কে চান্দোলিয়া নিম্ন আদালতে জামিন পেলেও দিল্লি হাইকোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। দিল্লি হাইকোর্টেই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

.