কেন মেয়েদেরও সঙ্গে কন্ডোম রাখা উচিত্, দেখুন ভিডিও
সাবধানের মার নেই। এই কথাটাকেই নিজেদের সেফ সেক্স ভিডিওয় তুলে ধরল ব্রাইট ক্যানভাস।
Updated By: Sep 4, 2015, 05:46 PM IST
![কেন মেয়েদেরও সঙ্গে কন্ডোম রাখা উচিত্, দেখুন ভিডিও কেন মেয়েদেরও সঙ্গে কন্ডোম রাখা উচিত্, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/04/42296-397726-condom-grab.jpg)
ওয়েব ডেস্ক: সাবধানের মার নেই। এই কথাটাকেই নিজেদের সেফ সেক্স ভিডিওয় তুলে ধরল ব্রাইট ক্যানভাস।
সেফ সেক্স নিয়ে প্রতিদিন টিভির পর্দায় ভেসে ওঠে অসংখ্য বিজ্ঞাপন। কিন্তু এই মজার ভিডিও দেখালো যৌনসুরক্ষার জন্য সবসময় নিজের কাছে প্রতিরোধক রাখা কতটা জরুরি। 'নিরোধক ব্যবহার করুন'। জনসার্থে প্রচারিত এই কথাটি সকলের মনে রাখা উচিত্। যৌনসুরক্ষা বজায় রাখা শুধু একজন পুরুষেরই দায়িত্ব নয়, একজন মহিলারও।
মহিলারা সতর্ক হলে অবাঞ্ছিত গর্ভ, যৌনরোগ এড়ানো যায়।
দেখুন সেই ভিডিও,