প্রতিমাসে সারা বিশ্বে ৬০ কোটি মানুষের নিয়মিত বার্তা প্রদানের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ
ফেসবুকের ছোঁয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশ ছুঁল। এই ম্যাসেজিং অ্যাপের সিইও-প্রতিষ্ঠাতা জ্যান কোউম রবিবার টুইট করে জানিয়েছেন প্রতি মাসে সারা বিশ্বে জুড়ে ৬০ কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
![প্রতিমাসে সারা বিশ্বে ৬০ কোটি মানুষের নিয়মিত বার্তা প্রদানের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ প্রতিমাসে সারা বিশ্বে ৬০ কোটি মানুষের নিয়মিত বার্তা প্রদানের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/26/28493-whatsapp.jpg)
ওয়েবডেস্ক: ফেসবুকের ছোঁয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশ ছুঁল। এই ম্যাসেজিং অ্যাপের সিইও-প্রতিষ্ঠাতা জ্যান কোউম রবিবার টুইট করে জানিয়েছেন প্রতি মাসে সারা বিশ্বে জুড়ে ৬০ কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
যদিও হোয়াটসঅ্যাপ-এ রেজিস্টার করা সদস্যদের ধরলে এই সংখ্যাটা আরও অনেক বেশি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯বিলিয়ন মার্কিন ডলার ও বিভিন্ন তহবিলের মাধ্যমে এই ম্যাসেজিং অ্যাপলিকেশন কিনে নেয় জুকারবার্গের ফেসবুক। ফেসবুকের দখলে যাওয়ার সময় সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের মাসিক ৪৫ কোটি নিয়মিত ইউসার ছিল।
পাঁচ বছর আগে জন্ম নেওয়া হোয়াটসঅ্যাপ বদলে দিয়েছিল মোবাইল ম্যাসেজের পরিভাসাটাই। ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই বছরে অতি স্বল্প মূল্যের বিনিময়ে এই অ্যাপসের মাধ্যমে যে কাউকে টেক্সট ম্যাসেজের সঙ্গে সঙ্গেই ছবি, ভিডিও, অন্য যে কোনও ফাইল খুব সহজেই পাঠানো যায়।