Patanjali Group: পতঞ্জলি গ্রুপের ১,৬০০ কোটি টাকার খাদ্য ও ভেষজ পার্ক! ৩,০০০ চাকরির পাকা সুযোগ...
Patanjali Group: পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্কটি ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত হবে। ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলিকে সাব-লিজিংয়ের মাধ্যমে জায়গা প্রদান করা হচ্ছে। অরুণবীর সিংহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পতঞ্জলি গ্রুপ তার শিল্প কার্যক্রম দ্রুত গতিতে সম্প্রসারণ করছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথোরিটি (YEIDA) অঞ্চলে। এরই অংশ হিসেবে, পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ আজ YEIDA-র সেক্টর ২৪এ-র প্লট নং ১এ-তে পরিদর্শন করেন। এই সময় তিনি আসন্ন পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই পার্কটি বড় আকারে বিনিয়োগ আকর্ষণ এবং নতুন চাকরির সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। এর মধ্যে থাকবে একটি আধুনিক ডেইরি প্ল্যান্ট এবং একটি শিল্প উন্নয়ন কেন্দ্র, যা স্থানীয় এবং জাতীয় স্তরে ব্যবসা বৃদ্ধি করতে সহায়তা করবে।
আরও পড়ুন: ১ লাখ ছাড়াল রুপোর-ই দাম! আর সোনা তো... চিনের কারণেই সোনা-রুপোর এত দাম বৃদ্ধি!
প্রকল্পে বিশাল বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃজন
আচার্য বালকৃষ্ণ জানান, পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্কটি ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত হবে, যা স্থানীয় অর্থনীতিকে একটি নতুন দিশা দেবে। তিনি প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘ইনভেস্ট আপি’ মিশনের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। পুরোপুরি কার্যকর হলে, এই পার্কটি ৩,০০০-এর বেশি নতুন চাকরি সৃষ্টি করবে, যা স্থানীয় জনগণের জন্য বড় সুযোগ হয়ে উঠবে।
পতঞ্জলি গ্রুপ ইতিমধ্যেই একটি শিল্প পার্ক তৈরি করছে, যেখানে ছোট এবং মাঝারি শিল্প সংস্থাগুলিকে সাব-লিজিংয়ের মাধ্যমে জায়গা প্রদান করা হচ্ছে। নতুন ফুড অ্যান্ড হার্বাল পার্কটি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং FMCG, আয়ুর্বেদ, ডেইরি ও হার্বাল শিল্পকে সমর্থন করে স্থানীয় শিল্প বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
YEIDA কর্মকর্তাদের সঙ্গে আলোচনা
পতঞ্জলি শিল্প পার্ক পরিদর্শন শেষে আচার্য বালকৃষ্ণ YEIDA-র CEO অরুণবীর সিংহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা YEIDA অঞ্চলের শিল্প উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করেন। YEIDA-র CEO অরুণবীর সিংহ তার বক্তব্যে জানান, YEIDA সকল শিল্প প্রকল্পকে সমর্থন করবে, পরিকাঠামো উন্নয়ন করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রতিটি প্রকল্পের উপর নিবিড় নজর রাখা হবে, যাতে সুষম এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি নিশ্চিত করা যায়।
আরও পড়ুন: রাগলেই বিপদ কর্কটের, ঝামেলায় জড়ানোর প্রবল সম্ভাবনা সিংহর, সামান্য ভুলে বড় ক্ষতি তুলার
YEIDA-র নতুন শিল্প ভবিষ্যত
এই প্রকল্প YEIDA-কে উত্তর ভারতের একটি প্রধান শিল্পকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। এটি নতুন বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় উদ্যোক্তাদের সমর্থন এবং উত্তরপ্রদেশের শিল্পগত অগ্রগতিতে অবদান রাখবে। YEIDA অঞ্চলের ভবিষ্যত উন্নয়নকে কেন্দ্র করে একটি উচ্চ-বৃদ্ধি শিল্প করিডোর তৈরি করার এবং বিশ্বমানের সুবিধা নির্মাণের লক্ষ্য নেয়া হয়েছে। এই উদ্যোগ YEIDA-কে শিল্প সংস্থাগুলির জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করবে এবং এটি একটি স্বনির্ভর ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পথ প্রশস্ত করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)