সই সংঘাত! রাজ্য-রাজ্যপাল জেদাজেদিতে কি চলতে থাকবে বিধানসভার অধিবেশন?

শাসকদলের ক্ষোভ, রাজ্যপাল সই না করায় বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে কোনও বিল পেশ করা যাচ্ছে না।

Updated By: Dec 9, 2019, 09:00 PM IST
সই সংঘাত! রাজ্য-রাজ্যপাল জেদাজেদিতে কি চলতে থাকবে বিধানসভার অধিবেশন?

নিজস্ব প্রতিবেদন : বুধবারই কি শেষ হচ্ছে বিধানসভার অধিবেশনের মেয়াদ? নাকি দু'পক্ষের জেদাজেদিতে আরও দীর্ঘায়িত হবে অধিবেশন? কারণ, রাজ্যপালের সই নিয়ে  সংঘাত ক্রমশ বাড়ছে। অধিবেশনের কাজ এগোচ্ছে না কিছুই। দুপক্ষের সংঘাতে চড়ছে উষ্ণতার মেয়াদ।

এখনও SC-ST কমিশন বিলে সই করেননি রাজ্যপাল। শাসকদলের অন্দরমহলের ক্ষোভ, রাজ্যপাল সই না করায় বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে কোনও বিল পেশ করা যাচ্ছে না। কিন্তু হার মানতে নারাজ শাসক দল। তাদের দাবি, রাজ্যপাল সই না করলেও সচল থাকবে বিধানসভা। অন্যদিক থেকে, বছরে ৪০ দিন বিধানসভা করতে হয়। সেই লক্ষ্যমাত্রাও পূরণ করতে হবে শাসকদলকে।

আরও পড়ুন, 'আমাদের ভোট দিয়েছেন, যা চাইবেন, করে দেব', খড়গপুরবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

আজই ছিল পঞ্চায়েত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা। পঞ্চায়েত মন্ত্রীর বিবৃতির প্রেক্ষিতেই আলোচনা এগিয়েছে। কার্যত এ ঘটনাও নজিরবিহীন। অন্যদিকে তেমন কোনও বিজনেস না হওয়ায় শাসকদলের বিধায়কদের হাজিরাও কম। উপস্থিতির হার এতটাই কম যে একসময় কোরামও হয়নি। নয়া এই সংঘাতের পরিবেশে আগামিদিনের অধিবেশন কোন পথে এগোয় এখন সেটাই দেখার।

আরও পড়ুন, এটিএম জালিয়াতি কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার রোমানিয়ান মাস্টারমাইন্ড, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

.