ঘরে ঢুকে মা-কে বেধড়ক মারধর, দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী
দোতলায় উঠে কলিং বেল বাজিয়ে মাকে মারধর করে দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী।
Reported By:
সুকান্ত মুখোপাধ্যায়
|
Updated By: Jan 26, 2020, 05:16 PM IST
![ঘরে ঢুকে মা-কে বেধড়ক মারধর, দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী ঘরে ঢুকে মা-কে বেধড়ক মারধর, দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/26/230872-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় রোমহর্ষক অপহরণ। দোতলায় উঠে কলিং বেল বাজিয়ে মাকে মারধর করে দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে বেলেঘাটায়। জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই কলিং বেল বাজে, দরজা খুলতেই ঘরে ঢুকে আসে দুষ্কৃতীরা। সেইসময় ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিলেন আয়া।
অজ্ঞাতপরিচয় ওই যুবক কলিং বেল বাজিয়ে বলে, ছাদের চাবি চাইছে আয়া। একথা শুনেই দরজা খোলেন শিশুর মা সন্ধ্যা জৈন। জানা গিয়েছে, আবাসনের নিরাপত্তারক্ষী ছিলেন না সেই সময়ে, ওষুধের দোকানে গিয়েছিলেন। সেই ফাঁকেই আবাসনে ঢুকেছিল ওই দুষ্কৃতী। এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানা। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।