মুকুলের খাসতালুকের দুটি পুরসভা কাঁচরাপাড়া ও হালিসহর পুনর্দখল তৃণমূলের
কাঁচরাপাড়া ও হালিসহর পুরসভা পুনরুদ্ধার করল তৃণমূল।
![মুকুলের খাসতালুকের দুটি পুরসভা কাঁচরাপাড়া ও হালিসহর পুনর্দখল তৃণমূলের মুকুলের খাসতালুকের দুটি পুরসভা কাঁচরাপাড়া ও হালিসহর পুনর্দখল তৃণমূলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/13/200724-abhi.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়কে ধাক্কা দিয়ে তাঁর খাসতালুকের দুটি পুরসভা পুনর্দখল করল তৃণমূল। কাঁচরাপাড়া ও হালিসহর পুরসভার কাউন্সিলররে প্রত্যাবর্তন করলেন পুরনো দলে। কাঁচরাপাড়া, হালিসহরে বিজেপিকে ধাক্কা দেওয়ার পর অভিষেকের দাবি, ভয় দেখিয়ে পুরপ্রতিনিধিদের যোগদান করানো হয়েছিল। তাঁরা সকলেই তৃণমূলে ছিলেন, আছেন ও থাকবেন।
কাঁচরাপাড়া পুরসভা পুনরুদ্ধার করল তৃণমূল। শনিবার দলে ফিরলেন ৯ জন কাউন্সিলর। আগেই ববি হাকিমের হাত ধরে ফিরেছিলেন ৫ জন। অভিষেকের দাবি, ২৪ সদস্যের কাঁচরাপাড়া পুরসভায় ১৯জন কাউন্সিলরই তৃণমূলের। আর হালিসহরে ১২ জন কাউন্সিলর আগেই প্রত্যাবর্তন করেছেন। এদিন ফিরে এলেন আরও একজন।
লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কাঁচরাপাড়া পুরসভার ২৪ জন কাউন্সিলরের মধ্যে ১৭জনই মুকুল রায়ের হাত ধরে যোগদান করেন বিজেপিতে। হালিসহরে ২৩ জনের মধ্যে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-সহ ১৭ জন শিবির বদল করেছিলেন। তৃণমূলের দাবি, হালিসহর পুরসভার কাউন্সিররাও ফিরে এসেছেন দলে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'কাঁচরাপাড়া ও হালিসহর পুরসভার প্রতিনিধিদের ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছিল। সেই পুরসভাগুলির দখল নিয়েছে ভারতীয় জনতা পার্টি'।