জানেন কি তৃণমূলে ট্যালেন্ট হান্ট হচ্ছে?
১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তৃণমূলের তরফে দেওয়া একটি ইমেল আইডিতে ভিডিও, পোস্টার, লেখা পাঠাতে হবে প্রতিযোগীদের।
![জানেন কি তৃণমূলে ট্যালেন্ট হান্ট হচ্ছে? জানেন কি তৃণমূলে ট্যালেন্ট হান্ট হচ্ছে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/16/162829-tmc-talent.jpg)
নিজস্ব প্রতিবেদন: ট্যালেন্ট হান্ট। একেবারে রিয়েলিটি শোয়ের ধাঁচে। আয়োজক তৃণমূল কংগ্রেস।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ডিজিটাল সৈনিক তৈরি করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রীতিমতো ফর্ম তৈরি করে নির্দিষ্ট গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগীদের জন্য।
আরও পড়ুন: কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক! তৃণমূলের অনুষ্ঠানে বক্তা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত
১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে তৃণমূলের তরফে দেওয়া একটি ইমেল আইডিতে ভিডিও, পোস্টার, লেখা পাঠাতে হবে প্রতিযোগীদের।
বিষয় হতে হবে অবশ্যই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, উন্নয়নমূলক কাজ, বিভিন্ন রাজনৈতিক ইস্যু। লাইক, কমেন্ট, শেয়ারের উপর ভিত্তি করেই সেরা বেছে নেওয়া হবে। এর জন্য থাকছে পাঁচজনের জুরি। তাঁরাই দেখবেন কোন বিভাগে কে সেরা হলেন?
তার পরই ঠিক হয়ে যাবে ফেসবুক বা টুইটারে কে কোন বিভাগে সেরা হলেন। টুইটার ব্যবহারকারীদের জন্য ইনফোগ্রাফিক্স, কনটেন্ট ও ভিডিয়ো বিভাগ রয়েছে। আর ফেসবুক ব্যবহারকারীদের জন্য আগের তিনটে বিভাগ তো থাকছেই, সঙ্গে যোগ হচ্ছে লাইভ ভিডিয়ো নামে আরও একটি বিভাগ।
প্রশ্ন উঠছে, কেন এই প্রতিযোগিতার আয়োজন করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে? দলীয় সূত্রে খবর, ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপিকে ডিজিটাল যুদ্ধেও টেক্কা দিতে চায় রাজ্যের শাসক দল। ভোটের ময়দানের মতো এখানেও তারা কোনওভাবেই নিজেদের জমি ছাড়তে চায় না।
একই সঙ্গে প্রতিযোগিতা চলাকালীন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের ইতিবাচক বিষয়গুলি অনেক বেশি শেয়ার হবে। এর ফলে নেটিজেনদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থন আরও বাড়বে।
আরও পড়ুন: বাড়িতে গাছ লাগালেই মিলবে করছাড়, ঘোষণা মহানাগরিক ফিরহাদ হাকিমের
পাশাপাশি যাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাঁদের তৃণমূল কংগ্রেস আগামিদিনে ডিজিটাল সৈনিক হিসেবেই কাজ করবেন। তাঁদের তৈরি বিভিন্ন পোস্টার, লেখা ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েই তৃণমূলের প্রচার করবেন এই ডিজিটাল সৈনিকরা।