মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘুরলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা!

যদিও এই ঘটনায় আবারও  প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল  শহরের বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা।

Reported By: সৌমেন ভট্টাচার্য্য | Updated By: Jun 8, 2020, 09:32 AM IST
মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘুরলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা!

নিজস্ব প্রতিবেদন:  মধ্যরাতে  চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘোরার পর অবশেষে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে পারলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা।

জানা গিয়েছে, ক্রোমার চারদিনের সদ্যজাত সন্তানের  রবিবার জন্ডিস ধরা পড়ে। এরপরে তাকে শহরের  একাধিক হাসপাতলে নিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিক্ষেত্রেই করোনার দোহাই দেওয়া হয়।

ক্রোমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে চার দিনের সন্তানকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। এরপরে ঢাকুরিয়া আমরিতেও  একই ঘটনা ঘটে।  শ্যামবাজারের স্টারলিংয়েও করোনার দোহাই দিয়ে সদ্যোজাতকে ভর্তি নেয়নি।

আরও পড়ুন: আমফান না হলে ফিরহাদের পরিচয়ই জানা যেত না: দিলীপ ঘোষ

 অবশেষে পার্কস্ট্রিটের  নেওটিয়া হাসপাতলে  জন্ডিসে আক্রান্ত চারদিনের  সদ্যোজাত সন্তানকে ভর্তি নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের সন্তানকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। যদিও এই ঘটনায় আবারও  প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল  শহরের বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা।

.