ভোরে সল্টলেকে পিক ভ্যান উল্টে আহত ৮ জন
পিক আপ ভ্যান উল্টে আহত হলেন আট জন। আহতরা সবাই সল্টলেকের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ইএমবাইপাসে। প্রতক্ষ্যদর্শীরা জানান, দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। হঠাত্ই ফেটে যায় গাড়ির একটি টায়ার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় পিক আপ ভ্যানটি। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। গাড়ির চালক পলাতাক।
![ভোরে সল্টলেকে পিক ভ্যান উল্টে আহত ৮ জন ভোরে সল্টলেকে পিক ভ্যান উল্টে আহত ৮ জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/11/12/31087-car.jpg)
ওয়েব ডেস্ক: পিক আপ ভ্যান উল্টে আহত হলেন আট জন। আহতরা সবাই সল্টলেকের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ইএমবাইপাসে। প্রতক্ষ্যদর্শীরা জানান, দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। হঠাত্ই ফেটে যায় গাড়ির একটি টায়ার। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় পিক আপ ভ্যানটি। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। গাড়ির চালক পলাতাক।