তৃণমূলের নতুন যুব সভানেত্রী Saayoni Ghosh, মহিলা শাখার দায়িত্বে কাকলি

তৃণমূলে (TMC) সাংগঠনিক রদবদল। যুবর দায়িত্বে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। 

Updated By: Jun 5, 2021, 05:18 PM IST
 তৃণমূলের নতুন যুব সভানেত্রী Saayoni Ghosh, মহিলা শাখার দায়িত্বে কাকলি

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছাড়লেন যুব তৃণমূলের সভাপতির পদ। অভিষেকের জায়গায় যুবর দায়িত্বে আনা হল অভিনেত্রী সায়নী ঘোষকে। তৃণমূল নতুন যুব সভানেত্রী হলেন তিনি। মহিলা শাখার দায়িত্ব দেওয়া হল কাকলি ঘোষ দস্তিদারকে।

ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ঘাসফুলের প্রার্থী হন আসানসোল দক্ষিণে। তৃণমূল সূত্রে খবর, ২০২৪ সালকে লক্ষ্য রেখে দলের সংগঠন সাজাতে চাইছেন তৃণমূল নেত্রী। বর্তমান প্রজন্মের প্রতিনিধি সায়নী (Saayoni Ghosh)। ভোটে হারলে তাঁর লড়াই নজর কেড়েছে। লড়াকু মানসিকতার সায়নীকে (Saayoni Ghosh) তাই যুবর দায়িত্ব দেওয়া হল। ৬ মাসও হয়নি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তার মধ্যেই অভিষেকের জুতোয় পা গলালেন সায়নী। এটা তাৎপূর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অনেকেই বলছেন, ভোটে হারার পরও নিজের বিধানসভা কেন্দ্রে ছুটে গিয়েছেন সায়নী। ঘরের মেয়ের ভাবমূর্তি তৈরি করতে সফল হয়েছেন। সেলিব্রিটিসুলভ 'আচরণ'ও নেই তাঁর। মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। সম্ভবত সে কারণে সায়নীর (Saayoni Ghosh) উপরে ভরসা রাখলেন নেত্রী।  

তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ। সম্পাদক করা হল সায়ন্তিকাকে। তৃণমূলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) সভাপতি হয়েছেন ঋতব্রত বন্দোপাধ্যায়। সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার। পূর্ণেন্দু বসু খেত-মজুর সংগঠনের সভাপতি। তৃণমূলের সাংস্কৃতিক সেলের সভাপতি হলেন রাজ চক্রবর্তী। বঙ্গ জননীর সভানেত্রী করা হল মালা রায়কে। জুন মালিয়া ও লাভলি মৈত্রকে নিয়ে কাজ করবেন মালা। 

আরও পড়ুন- যুব সভাপতির পদ থেকে ইস্তফা অভিষেকের, হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক

 

.